Anubrata Mondal:কেষ্টর অডিওকাণ্ডে ৫ দিনের মধ্যে উপযুক্ত তথ্য-সহ রিভিউ অ্যাকশন টেকেন রিপোর্ট চাইল NCW
ABP Ananda LIVE: অনুব্রতর অডিওকাণ্ডে এবার রিভিউ অ্যাকশন টেকেন রিপোর্ট চাইল জাতীয় মহিলা কমিশন । ৫ দিনের মধ্যে উপযুক্ত তথ্য-সহ রিভিউ অ্যাকশন টেকেন রিপোর্ট চাইল জাতীয় মহিলা কমিশন । বীরভূমের পুলিশ সুপারের কাছে রিপোর্ট চাইল মহিলা কমিশন । অডিওকাণ্ডে এর আগেই পুলিশের অ্যাকশন টেকেন রিপোর্টে অসন্তোষপ্রকাশ করেছিল NCW । পুলিশের রিপোর্টের সঙ্গে দেওয়া হয়নি কোনও FIR কপি, খবর সূত্রের । রিপোর্টের সঙ্গে দেওয়া হয়নি অভিযুক্তর মেডিক্যাল রিপোর্টও, খবর সূত্রের । IC-র মোবাইল বাজেয়াপ্ত, অথচ অভিযুক্তর কোনও ডিজিটাল ডিভাইস বাজেয়াপ্ত হয়নি!' । অবিলম্বে অভিযুক্তর মোবাইল বাজেয়াপ্ত করতে হবে, নির্দেশ জাতীয় মহিলা কমিশনের । 'একই অপরাধ কোনও সাধারণ নাগরিক করলে, তাকে থাকতে হত জেলে' । 'এক্ষেত্রে অভিযুক্ত খোলামেলা ঘুরে বেড়াচ্ছে, আইন প্রভাবশালীর ক্ষেত্রে বিপরীত হতে পারে না' । উর্দি পরা বাহিনী রাজনৈতিক ছত্রছায়ায় থাকা অপরাধীদের থেকে নিজের পরিবারকে রক্ষা করতে না পারলে, তাতে বিপজ্জনক বার্তা যায়' । গোটা ঘটনায় স্বচ্ছতার অভাব রয়েছে জানিয়েছে NCW যা ধারা আছে তার সঙ্গে BNS-এর ৭৯, ৩৫২ ও ৭৪ নম্বর ধারা যুক্ত করার নির্দেশ । এর মধ্যে BNS-এর ৭৪ নম্বর ধারা জামিনঅযোগ্য।



















