Arvind Kejriwal: আবগারি দুর্নীতি মামলায় জামিন পেলেন কেজরিওয়াল। ABP Ananda Live
Delhi News: আবগারি দুর্নীতি মামলায় জামিন পেলেন কেজরিওয়াল। জামিন পেলেন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল। দিল্লির আবগারি মামলায় রাউস অ্যাভিনিউ আদালত থেকে জামিন মিলেছে। ১ লক্ষ টাকার বন্ডের মাধ্যমে জামিন, খবর ani সূত্রে। এদিন কেজরিওয়ালের আইনজীবী সওয়াল করেন যে এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের হাতে দিল্লির মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে কোনও প্রমাণ নেই। সূত্রের খবর, আগামীকালের মধ্যে জেল থেকে বেরিয়ে আসতে পারেন অরবিন্দ কেজরিওয়াল। এই জামিনের বিরোধিতা করেছিল ইডি। আদালতের কাছে জামিন বন্ডে সই করার আগে ৪৮ ঘণ্টা সময় চাওয়া হয়েছিল। কিন্তু সেই সময় দিতে রাজি হয়নি আদালত। ২১ মার্চ দিল্লি আবগারি দুর্নীতি মামলায় টাকার তছরুপের অভিযোগে গ্রেফতার করা হয় দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালকে (Arvind Kejriwal Arrest)। ২০২১-২২ এর ওই আবগারি আইন পরে রদ করে দেওয়া হয়েছিল। ABP Ananda Live