Assam News: রাস্তা তৈরির জন্য অসম সরকারের উচ্ছেদ নোটিসের প্রতিবাদে, ধুবুড়িতে বাঙালিদের বিক্ষোভ
ABP Ananda LIVE : অসমের ধুবুড়িতে বাঙালিদের উচ্ছেদের নোটিস ঘিরে বিতর্ক।ধুবুড়ির ১১ নং ওয়ার্ডে বাঙালিদের বিক্ষোভ ।রাস্তা তৈরির জন্য অসম সরকারের উচ্ছেদ নোটিসের প্রতিবাদে ধুবুড়িতে বিক্ষোভ।ধুবুড়িতে বিক্ষোভের ছবি পোস্ট করে আক্রমণ কোচবিহারের তৃণমূল জেলা সভাপতির ।'বিজেপি শাসিত অসমের ধুবুড়িতে এবার বিজেপি ঘনিষ্ঠদেরই উচ্ছেদ'।'বিজেপি ঘনিষ্ঠ বাঙালি হিন্দুদের বাড়িতে উচ্ছেদ অভিযান'।'কিন্তু অসমের মুখ্যমন্ত্রী তাঁর সিদ্ধান্তে অনড়'।'অসমে বাঙালিদের পরিস্থিতি ভয়াবহ'।ধুবুড়ির ভাইরাল ভিডিও পোস্ট কোচবিহারের তৃণমূল জেলা সভাপতির ।'ধুবুড়িতে উন্নয়নের কাজ শুরু হয়েছে, সবাই পুনর্বাসন পাবেন'।তৃণমূল নোংরা রাজনীতি করছে, পাল্টা আক্রমণ বিজেপির।
আরও খবর...
কাল রাজ্যে আসছেন নরেন্দ্র মোদি; শেষ মুহূর্তে ব্যস্ততা দুর্গাপুরে, কড়া নিরাপত্তার বন্দোবস্ত
বিহার থেকে আগামীকাল বঙ্গে আসছেন নরেন্দ্র মোদি। তাঁর আগে দুর্গাপুরে চরম ব্য়স্ততা দেখা গেল বিজেপি নেতা-কর্মীদের মধ্য়ে। দোকানদার থেকে পথচারীদের মধ্য়ে হ্য়ান্ড বিল বিলি করা হয়। এর পাশাপাশি নিরাপত্তা সুনিশ্চিত করতে স্নিফার ডগ নিয়ে সভাস্থল পরীক্ষা করে পুলিশ। চলল বম্ব স্কোয়াড নিয়ে তল্লাশি। অন্ডাল বিমানবন্দর থেকে দুর্গাপুরে নেহরু স্টেডিয়াম পর্যন্ত সড়কপথে পুলিশের তরফে চলল নিরাপত্তার ট্রায়াল রান।


















