Yogi Adityanath:'আজকের এই দিনটির জন্য বহু বছর অপেক্ষা করেছে ভারত',মন্তব্য উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রীর
ABP Ananda LIVE: হাজার হাজার অতিথিদের সামনে ভাষণ দিতে গিয়ে যোগী (Yogi Adityanath) বলেন, "আজকের এই দিনটির জন্য বহু বছর অপেক্ষা করেছে ভারত(India)। ৫০০ বছরের দীর্ঘ অপেক্ষার পর শেষ মেশ রামমন্দিরের (Ram Mandir)নির্মাণ সম্পন্ন হল। আমার মনে কিছু অনুভূতি রয়েছে, যা ব্যক্ত করার ভাষা খুঁজে পাচ্ছি না আনি। প্রত্যেকেই আজ আবেগপ্রবণ, খুশি। এই ঐতিহাসিক মুহূর্তে, প্রত্যেক শহর, প্রত্যেক গ্রাম, গোটা দেশ অযোধ্যায় (Ayodhya)পরিণত হয়েছে। সব সড়ক রামজন্মভূমিতে এসে মিশছে। সব চোখে অশ্রু। মনে হচ্ছে ত্রেতা যুগে এসে পড়েছি।" অযোধ্যায় আর গুলির শব্দ শোনা যাবে না, অযোধ্যায় আর কখনও কার্ফু জারি হবে না। কারণ আজ থেকে অযোধ্যায় রামরাজ্যের প্রতিষ্ঠা হল, মন্তব্য উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের।


















