Bangladesh Protest: অশান্ত বাংলাদেশ, ভারত-বাংলদেশ সীমান্তে কয়েক হাজার মানুষের জমায়েত |
ABP Ananda Live: কোচবিহারের শীতলকুচিতে, ভারত-বাংলাদেশ সীমান্তে দাঁড়িয়ে ঝাঁকে ঝাঁকে বাংলাদেশের নাগরিক। কাঁটাতার পেরিয়ে এপাড়ে আসার চেষ্টা করেন তাঁরা। মুখে ভারত মাতা কী জয় স্লোগান। BSF-এর তরফে জানানো হয়েছে, বর্ডার গার্ডস বাংলাদেশের সহায়তায় জমায়েতকারীদের ফের সেদেশে ফেরানো হয়েছে। আজ সকাল ১০ টা থেকে শীতলকুচি সীমান্তে নো ম্য়ানস ল্য়ান্ডে প্রচুর মানুষ এসে পৌঁছেছে। তারা ভারতে ঢুকতে চায়। কাঁটা তারের বেড়া থাকায় ভারতে ঢুকতে পারেনি। পুলিশ আধিকারিকরা এসে পৌঁছেছে। অশান্ত বাংলাদেশ। সীমান্তে কড়া নজর কেন্দ্রের। সংখ্যালঘুদের সুরক্ষা সুনিশ্চিত করতে বাংলাদেশ কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ রাখতে কমিটি গঠন।
আরও খবর, তারার দেশে বুদ্ধদেব ভট্টাচার্য। কাস্তে-হাতুড়ি-তারার পতাকা গায়ে জড়িয়ে শেষ যাত্রায় তিনবারের প্রাক্তন মুখ্যমন্ত্রী। প্রিয় নেতাকে শেষবারের মতো দেখার আকুতি তাঁর অসংখ্য অনুরাগী ও গুণমুগ্ধদের। এদিন সকাল থেকেই তপসিয়ার পিস ওয়ার্ল্ডের সামনে জড়ো হন অনেকে। কারও হাতে ফুল, কারও হাতে ছবি। আগেভাগেই পৌঁছে গিয়েছিলেন স্ত্রী মীরা ভট্টাচার্য ও সন্তান সুচেতন। ছিলেন মহম্মদ সেলিম, সুজন চক্রবর্তী, রবীন দেবরা। সকাল ১০.৩৫ মিনিটে বুদ্ধদেব ভট্টাচার্যর দেহ পিস ওয়ার্ল্ড থেকে বের করে শববাহী গাড়িতে তোলা হয়।