Bangladesh News: 'রাতের বেলায় ডাকাতি করে বেড়াচ্ছে', ভয়ঙ্কর অভিজ্ঞতা বাংলাদেশ ফেরত দম্পতির।
Bangladesh Update: কেউ গিয়েছিলেন আত্মীয়ের বাড়ি। কেউ বাপের বাড়ি। সেখানে গিয়েই ভয়ঙ্কর অভিজ্ঞতার মধ্যে পড়তে হয়েছে। এমনই অভিজ্ঞতা তুলে ধরলেন বাংলাদেশ ফেরত বেশ কয়েকজন। অন্যদিকে সীমান্ত রয়েছে কড়া নজরদারি।
আরও খবর,
ডাক্তার খুনের প্রতিবাদে রণক্ষেত্র আর জি কর। বিক্ষোভকারীদের ঢুকতে বাধা, ধস্তাধস্তি। পাল্টা কিল-চড়-ঘুষি! টেনে হিঁচড়ে সরাল পুলিশ। জিবি মিটিংয়েও উত্তেজনা। আরজি করে চিকিৎসককে ধর্ষণ-খুনে গ্রেফতার কলকাতা পুলিশের সিভিক ভলান্টিয়ার। হাসপাতালে অবাধ যাতায়াত ছিল ধৃত সঞ্জয় রায়ের। ১৪ দিনের পুলিশ হেফাজত। আর জি করে উদ্ধার হোডফোনেই হত্যা-রহস্যের পর্দাফাঁস। রাত ৩টের পর, গলায় ইয়ার ফোন ঝুলিয়ে সেমিনার রুমের ফ্লোরে ঢোকে সিভিক ভলান্টিয়ার। সিসি ক্যামেরায় ধরা পড়েছে ছবি। অপরাধের কথা স্বীকার করেও কোনও অনুতাপই নেই আরজি কর-কাণ্ডে ধৃতের! বলছেন, ‘ফাঁসি দিলে দিন’। ধৃত সিভিকের বিরুদ্ধে আরও কীর্তি প্রকাশ্যে। ডিউটি ছিল না আরজি করে, তাও কীভাবে সবার নজর এড়িয়ে লিফটে চেপে চারতলার সেমিনার রুমে? সিভিক ভলান্টিয়ারের গ্রেফতারির পরেও এখনও রহস্য।