Tanmoy Bhattacharya: 'মুখ্যমন্ত্রী তোলার ভাগ পান', বেলঘরিয়ার ঘটনা নিয়ে আক্রমণ তন্ময় ভট্টাচার্যের।
Belgharia News: বেলঘরিয়া (Belgharia News) শ্যুটআউটকাণ্ডে চাঞ্চল্যকর মোড়। গাড়ি লক্ষ্য করে গুলির পর ব্যবসায়ীকে বিহার থেকে হুমকি ফোন? 'গতকাল থানায় পুলিশের সামনেই আমাকে ৩ বার ফোনে হুমকি'। বিহার থেকে ফোন দুষ্কৃতী সুবোধ সিংহের, দাবি ব্যবসায়ী অজয় মণ্ডলের (Ajay Mondal)। 'সুবোধ সিংহ জেলে আছে বলে শুনেছি'। 'আপনাকে বাঁচিয়ে দিয়েছি, মারার হলে শোরুমে ঢুকে মারতাম'। 'আপনাকে মারার জন্য গুলি করা হয়নি, সাবধান করা হয়েছে'। 'ব্যবসা করতে হলে ওর সঙ্গে সমঝোতা করে চলতে হবে'। 'আমার গতিবিধি সব জানেন বলে ফোনে দাবি সুবোধ সিংহের'। বিস্ফোরক অভিযোগ অজয় মণ্ডলের। 'গোটা দল দুষ্কৃতিনির্ভর', তৃণমূলকে (TMVC News) আক্রমণ শমীক ভট্টাচার্যের (Shamik Bhattacharya)। 'পুলিশের হাত-পা বেঁধে রেখেছেন মুখ্যমন্ত্রী (CM Mamata Banerjee), তিনি পঁচাত্তর ভাগ পান', আক্রমণ সিপিএম (CPIM) নেতা তন্ময় ভট্টাচার্যের। ABP Ananda Live