এক্সপ্লোর
বারবার অসুস্থতার কথা বলে কণ্ঠস্বরের নমুনা দেননি, এইমস এর চিকিত্সকদের দিয়ে ইকবাল আহমেদের স্বাস্থ্য পরীক্ষা করাতে পারে সিবিআই
দিল্লির এইমস এর চিকিত্সকদের দিয়ে তৃণমূল বিধায়ক ইকবাল আহমেদের স্বাস্থ্য পরীক্ষা করাতে পারে সিবিআই। নারদকাণ্ডের তদন্তে ইকবাল ছাড়া বাকি সব অভিযুক্তের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করেছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। সিবিআই সূত্রে দাবি, বারবার অসুস্থতার কথা বলে কণ্ঠস্বরের নমুনা দেননি ইকবাল।
বাংলা
'১০ লাখ টাকার সেলফি যদি হয় তার ট্যাক্স কত ? ট্যাক্স কি জমা পড়েছে?' প্রশ্ন সজলের
আরও দেখুন



















