(Source: ECI/ABP News/ABP Majha)
Bengal District News: 'কাঁথি সমবায় ব্যাঙ্কের চেয়ারম্যান পদ ছাড়ুন শুভেন্দু,' দাবি তৃণমূলের
কাঁথি (Contai) সমবায় ব্যাঙ্কের চেয়ারম্যান পদ থেকে বিজেপি (BJP) বিধায়ক শুভেন্দু অধিকারীর (Suvendu Adhikari) ইস্তফার দাবি জেলা তৃণমূল নেতৃত্বের। শাসক দলের ভূমিকাকে কটাক্ষ বিজেপির। শুভেন্দু অধিকারীর সঙ্গে মোবাইলে যোগাযোগ করার চেষ্টা করা হলেও, ফোন ধরেননি তিনি।
দল বিরোধী কাজের অভিযোগে জেলা পরিষদের একাধিক পদাধিকারীকে অপসারণ পূর্ব মেদিনীপুর জেলা তৃণমূল নেতৃত্বের। সরানো হল কোলাঘাট (Kolaghat) পঞ্চায়েত সমিতির সভাপতি এবং সহ সভাপতিকে। তৃণমূলের অন্তর্দ্বন্দ্ব প্রকাশ্যে, কটাক্ষ বিজেপির।
কোলাঘাটে নার্সিংহোমে ৫ দিনে ৭ শিশুর (Corona Infection among Children) শরীরে ধরা পড়ল করোনা ভাইরাসের সংক্রমণ। নার্সিংহোম সূত্রে খবর, আক্রান্তদের মধ্যে কয়েকজন শিশুর অভিভাবক আগে করোনা আক্রান্ত হন। বাবা, মায়ের থেকেই কি শিশুদের সংক্রমণ? উঠছে প্রশ্ন।
মুর্শিদাবাদের (Murshidabad) তৃণমূলের কোন্দল। জেলা সভাপতি আবু তাহেরকে (Abu Taher) তীব্র আক্রমণ হুমায়ুন কবীরের (Humayun kabir)। ভরতপুরের বিধায়কের অভিযোগ, তাঁকে হারানোর জন্য মদত দিয়েছেন খোদ জেলা সভাপতি। 'শৃঙ্খলা ভাঙছেন,' পাল্টা জবাব আবু তাহেরের।
বাগদায় পঞ্চায়েতে দল বদল ঘিরে টানটান নাটক। তিন বিজেপি (BJP) সদস্য তৃণমূলে যোগদান করায় সংখ্যাগরিষ্ঠতা হারায় গেরুয়া শিবির। বিজেপি প্রধানের বিরুদ্ধে অনাস্থা তৃণমূলের। দলবদলকে চ্যালেঞ্জ করে হাইকোর্টের দ্বারস্থ বিজেপি।