Kolkata Fire: বড়বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডে মৃত ১৪, আটক করা হয়েছে হোটের ম্যানেজারকে
ABP Ananda Live: বড়বাজারে ভয়াবহ আগুন, মুহূর্তে গ্যাসচেম্বার হোটেল। অগ্নিকাণ্ডে মৃত্যুমিছিলের দায় কার? উঠছে একের পর এক প্রশ্ন। '৩ বছর আগে শেষবার দমকলের NOC নিয়েছিল হোটেল কর্তৃপক্ষ', ৩ বছর কীভাবে দমকলের NOC ছাড়াই চলছিল হোটেল? হোটেলে বেআইনিভাবে বার ও ডান্স ফ্লোর তৈরির অভিযোগ। কীভাবে হোটেলে বেআইনি নির্মাণ? কোথায় ছিল প্রশাসনের নজরদারি? কীভাবে ছাড়পত্র ছাড়াই পুলিশ-প্রশাসনের নাকের ডগায় চলছিল হোটেল? কীভাবে স্কুলের সামনে পানশালা, ডান্স ফ্লোর তৈরির অনুমতি? বার ও ডান্স ফ্লোরের জন্য বন্ধ ছিল হোটেলের দ্বিতীয় সিঁড়ি, অভিযোগ প্রত্যক্ষদর্শীদের। হোটেলে থাকা অগ্নিনির্বাপণ ব্যবস্থা কাজ করেনি, জানালেন DG ফায়ার।
অগ্নিকাণ্ডে বড়বাজারের হোটেলে মৃত্যুমিছিল, আটক ম্যানেজার; এখনও বেপাত্তা মালিক
ঋতুরাজ হোটেলের একতলায় রয়েছে দোকান এবং গোডাউন। উপরের অংশে হোটেল। প্রত্যক্ষদর্শীদের দাবি, সন্ধে সাড়ে সাতটা থেকে আটটা নাগাদ হোটেলের ১ তলার রান্নাঘর থেকে ধোঁয়া বের হতে দেখা যায়। তারপর, গোটা হোটেলে ছড়িয়ে পড়ে ধোঁয়া। খবর পেয়ে ঘটনাস্থলে আসে দমকলের ১০টি ইঞ্জিন। দীর্ঘক্ষণের চেষ্টায় অবশেষে নিয়ন্ত্রণে আসে আগুন। ভোররাত পর্যন্ত চলে সার্চ অপারেশন। অগ্নিকাণ্ডের পরেই উধাও হোটেল মালিক। ইতিমধ্যেই তার বিরুদ্ধে দায়ের করা হয়েছে FIR। তবে আটক করা হয়েছে হোটেল ম্যানেজারকে।
আগুনের জেরে এখনও পর্যন্ত দুই শিশু, এক মহিলা-সহ ১৪ জনের মৃত্যু হয়েছে। ৮ জনের দেহ শনাক্ত করা হয়েছে। হোটেল থেকে অনেককেই উদ্ধার করে নিয়ে যাওয়া হয় RG কর, NRS ও কলকাতা মেডিক্যাল কলেজে। ২ জন কলকাতা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি রয়েছেন। মৃতদের মধ্য়ে অনেকেই ভিনরাজ্যের বাসিন্দা। প্রাণ বাঁচাতে পাইপ বেয়ে নামতে গিয়ে মৃত্যু হয় একজনের। কেউ কেউ ছাদের কার্নিস থেকে পড়ে যান। অন্ধকারে অনেকে সিঁড়ি দিয়ে নীচে নামার চেষ্টা করেছিলেন। ধোঁয়ায় দমবন্ধ হয়ে তাঁদের মৃত্যু হয়। হোটেলের ঘরে, শৌচাগারে,করিডরে এবং সিঁড়িতে দেহ মেলে।

















