Bengali New Year: বাংলার বাইরে প্রাক নববর্ষ উদযাপন হল বেঙ্গালুরুতে | ABP Ananda Live
ABP Ananda Live:বাংলার বাইরে প্রাক নববর্ষ উদযাপন হল বেঙ্গালুরুতে। আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন সঙ্গীত শিল্পী পন্ডিত ইমন দাশের ওঙ্কার অ্য়াকাডেমির উদ্যোগে মেডাই হলে গত ১৩ তারিখ রবীন্দ্রসঙ্গীত, কবিতা পাঠ ও শ্রুতি নাটক উদযাপিত হয় বাঙালির প্রাক নববর্ষ অনুষ্ঠানে।
'লক্ষ্মীর ভাঁড়ে ১ হাজার টাকা ছিল ছেলের, নিয়ে নিয়েছে, সব শেষ, কী করে মেয়ের বিয়ে দেব ?' বাঁধ-ভাঙা চোখের জল বনবাসীর !
ওয়াকফ সংশোধনী আইনকে কেন্দ্র করে মুর্শিদাবাদে পরিস্থিতি যখন উত্তপ্ত হয়ে ওঠে, তখন এক কাপড়ে ভিটেমাটি ছেড়ে মালদার ত্রাণ শিবিরে আশ্রয় নেন বহু মানুষ। বৈষ্ণবনগরের একটি স্কুলে ত্রাণশিবিরে আশ্রয় নিয়েছেন তাঁরা। ঠিক কীভাবে নেমে এসেছিল দুর্বৃত্তদের আক্রমণ ? সেদিনের কথা মনে করলেই এখনও তাঁদের চোখে মুখে সেই আতঙ্ক। ভয়ে চোখে জল।
দেড় লক্ষ টাকা জমিয়ে বাড়ির বেশ কিছু জিনিস করছিলেন। ভাবছিলেন, সুখে সংসার করবেন। শ্রমিকের কাজ করার জন্য একজন বাইরে থাকেন। বাকি ৮ সদস্য থাকতেন বেদবনা গ্রামে। সেই বেদবনা গ্রামে কখনো যাদের দাদা-জেঠা-কাকু বলে ডাকেন, তারা বাড়িতে এসে তাণ্ডব করবে, কখনো ভাবেননি বনবাসী মণ্ডল। তাঁর জমানো টাকা, তাঁর অল্প অল্প করে কেনা টুকিটাকি জিনিসপত্র সব নষ্ট করে দেওয়া হয়েছে। গত সাত-আট বছর ধরে তিনি বিভিন্ন সময়ে ঋণ নিয়ে যে জিনিসগুলো করেছেন, তা সব নষ্ট। সব হারিয়ে আজ মালদার বৈষ্ণবনগরের স্কুলের ত্রাণশিবিরে এসে আশ্রয় নিয়েছেন বনবাসী। এই পরিস্থিতিতে কবে বাড়ি ফিরতে পারবেন বুঝতে পারছেন না। অভিযোগ জানিয়েছেন রাজ্য বিজেপির সভাপতি সুকান্ত মজুমদারের কাছে। সমস্যার সুরাহা হবে কি ? আশা নিয়ে এভাবেই ত্রাণশিবিরে দিন কাটাচ্ছেন বনবাসী।


















