BJP News: কীভাবে আর হিন্দুত্বের বিরুদ্ধে যুদ্ধ করবেন? কতবার হিন্দুদের অপমান করবেন?: শমীক
ABP Ananda Live: 'মত প্রকাশের স্বাধীনতা প্রত্যেকের আছে। অবশ্যই একজন রাজ্যের মুখ্যমন্ত্রীর আছে। তিনি অবশ্যই বিরোধী শক্তিকে বার্তা দিতে পারেন ঐক্যবদ্ধকে লড়াই করার। বার্তাটা দিচ্ছেন একজন গেরুয়াধারী সন্ন্যাসীকে দিয়ে'। কীভাবে আর হিন্দুত্বের বিরুদ্ধে যুদ্ধ করবেন? কতবার হিন্দুদের অপমান করবেন?' বললেন শমীক ভট্টাচার্য।
কার্ল মার্কস এবং লেনিনের নাম মিলিয়ে ‘মিডল নেম’ রেখেছিলেন মা-বাবা। দীর্ঘ সময় সেটি ব্যবহারও করেছেন। কিন্তু রাজনৈতিক আদর্শের পরিচয়ে পরিচিত হতে চাননি বলে নিজেই সেটি বাদ দিয়েছিলেন। অতিশী মারলেনার পরিবর্তে, শুধুমাত্র অতিশী লিখতে শুরু করেন। কিন্তু দিল্লি তথা দেশের রাজনীতিতে এই মুহূর্তে কার্যত আম আদমি পার্টির ধারক-বাহকে পরিণত হলেন অতিশী। বিধানসভা নির্বাচনে তাঁর দল পরাজিত হয়েছে। দলের প্রধান অরবিন্দ কেজরিওয়াল-সহ হেভিওয়েট নেতারা নিজের কেন্দ্র পর্যন্ত ধরে রাখতে পারেননি। এই বিপর্যয়ের সময় দলের মুখরক্ষা করেছেন অতিশী। কালকাজি আসনে বিজেপি-র রমেশ বিদুরিকে হারিয়ে জয়ী হয়েছেন তিনি। এই নির্বাচন অতিশীর কেরিয়ারের টার্নিং পয়েন্ট হয়ে পারে বলে মত রাজনৈতিক বিশ্লেষকদের। (Atishi Political Rise)
নির্বাচনের ফলপ্রকাশের পর এদিন নিজের কেন্দ্রে সমর্থকদের ধন্যবাদ জানান অতিশী। সাধারণ মানুষের মাঝে হাজির হন। কিন্তু জয়ের মুহূর্তে আনন্দের চেয়ে বিষাদের সুরই শোনা গেল তাঁর গলায়। অতিশীর বক্তব্য, “কালকাজির মানুষকে ধন্যবাদ। আমার উপর আস্থা রেখেছেন ওঁরা। আমার গোটা টিমকে ধন্যবাদ। বাহুবল, গুন্ডামি, মারপিট সত্ত্বেও মাটি কামড়ে লড়াই করেছে, মানুষের কাছে পৌঁছেছে। জনাদেশ স্বীকার করছি। আমি জিতলেও এটা উদযাপনের সময় নয়। এটা যুদ্ধেরই সময়। যুদ্ধ চলবে। বিজেপি-র বিরুদ্ধে, তানাশাহির বিরুদ্ধে, গুন্ডামির বিরুদ্ধে জয়ী হতে হবে। আম আদমি পার্টি বরাবর অন্যায়ের বিরুদ্ধে লড়াই করেছে, আগামীতেও করবে। এটা একটা ধাক্কা অবশ্যই। কিন্তু দিল্লিবাসী এবং দেশবাসীর জন্য সংঘর্ষ চলবে আমাদের।” (Delhi Election Results 2025)


















