এক্সপ্লোর
মৃত্যুর সঙ্গে আর তিনপাত্তি খেলা হল না ‘অপু’-র, ৪০ দিনের লড়াই শেষে মঞ্চ থেকে বিদায় নিলেন ‘কিং লিয়র’
কবিতা লেখা থেকে আবৃত্তি, পত্রিকা সম্পাদনা। বিভিন্ন ক্ষেত্রে সৃজনশীলতার স্বাক্ষর রেখেছেন কিংবদন্তী সৌমিত্র চট্টোপাধ্যায়। অগণিত মানুষের ভালোবাসার পাশাপাশি পেয়েছেন অসংখ্য পুরস্কার। ‘মৃত্যু, আয় তিনপাত্তি খেলি আয়’, মৃত্যুর সঙ্গে তিনপাত্তি খেলতে চেয়েছিলেন। সেই খেলায় অবশ্য জিততে পারলেন না। ৪০ দিনের লড়াই শেষ করে মঞ্চ থেকে বিদায় অভিনেতার।
আরও দেখুন

















