Rahul Gandhi: বিহার-বাংলা সীমানায় ভাঙল রাহুল গাঁধীর গাড়ির কাচ,বাংলায় বারবার বাধার মুখে ন্যায় যাত্রা
ABP Ananda LIVE: বিহার(Bihar)-বাংলা (West Bengal) সীমানায় ভাঙল রাহুল গাঁধীর (Rahul Gandhi)গাড়ির কাচ। পিছন থেকে ঢিল মেরে গাড়ির কাচ ভেঙে দেওয়ার অভিযোগ অধীর চৌধুরীর (Adhir Ranjan Chowdhury)। কোচবিহার থেকে শুরু করে বাংলায় বারবার বাধার মুখে পড়েছেন রাহুল গাঁধী। তিনি অপমানিত হয়েছেন। অতিথিকে সম্মান দেখানো বাংলার সংস্কৃতি, মন্তব্য অধীরের। প্রদেশ কংগ্রেস সভাপতির দাবি, রাহুলের যাত্রা পথে তাঁর ছবি দেওয়া পোস্টার, ফেস্টুনের ওপর টাঙিয়ে দেওয়া হয়েছে অন্য দলের পতাকা। এদিন বিহারের কাটিহার থেকে হরিশ্চন্দ্রপুরে ঢোকে রাহুলের ন্যায় যাত্রা। বাংলা-বিহার সীমানায় দিল্লি দেওয়ানগঞ্জের কাছে রাহুলের গাড়ির পিছনের কাচ ভেঙে যায়। বাংলা-বিহার সীমানায় রাহুল গাঁধীকে দেখতে জনস্রোত। তুমুল ভিড়। ভাঙল রাহুলের গাড়ির কাচ। ঢিল মারা হয়েছে, অভিযোগ অধীরের। কাটিহার থেকে হরিশ্চন্দ্রপুরে ঢুকছিল ন্যায় যাত্রার কনভয়। দিল্লি (Delhi)দেওয়ানগঞ্জের কাছে রাহুলের গাড়ির কাচ ভেঙে যায়। ভিড়ের জন্য মঞ্চে নয়, বাসের মাথায় চড়ে বক্তব্য রাখেন রাহুল।