Covid Updates: ২৪ ঘণ্টায় ভারতে করোনায় আক্রান্ত ৩ লক্ষ ৬৮ হাজার ১৪৭ জন, ৩৪১৭ জনের মৃত্যু
ভারতে এখনও বেলাগাম করোনা (Corona) পরিস্থিতি। প্রতিদিনই বাড়ছে অ্যাক্টিভ রোগীর সংখ্যা। কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের সোমবারের পরিসংখ্যান অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় ভারতে করোনায় (Covid) আক্রান্ত হয়েছেন ৩ লক্ষ ৬৮ হাজার ১৪৭ জন। রবিবার একদিনে আক্রান্তের সংখ্যাটা ছিল ৩ লক্ষ ৯২ হাজার ৪৮৮। শনিবার দৈনিক আক্রান্তের সংখ্যা ছিল ৪ লক্ষ ১ হাজার ৯৯৩ জন। দেশে গত ২৪ ঘণ্টায় ৩ হাজার ৪১৭ জনের মৃত্যু হয়েছে। রবিবার দৈনিক মৃত্যুর সংখ্যা ছিল ৩ হাজার ৬৮৯। শনিবার একদিনে মৃত্যু হয় ৩ হাজার ৫২৩ জনের। ভারতে এখনও পর্যন্ত করোনায় মৃত্যু হয়েছে ২ লক্ষ ১৮ হাজার ৯৫৯ জনের। মোট আক্রান্তের সংখ্যা ১ কোটি ৯৯ লক্ষ ২৫ হাজার ৬০৪। দেশে অ্যাক্টিভ কেসের সংখ্যা ৩৪ লক্ষ ১৩ হাজার ৬৪২। এরই মধ্যে করোনাকে জয় করে সুস্থ হয়েছেন ১ কোটি ৬২ লক্ষ ৯৩ হাজার ৩ জন। গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ৩ লক্ষ ৭৩২ জন। গত ২৪ ঘণ্টায় রাজ্যে করোনায় মৃত্যু হয়েছে ৯২ জনের। দৈনিক মৃত্যুতে দেশে প্রথম স্থানে মহারাষ্ট্র। ওই রাজ্যে গত ২৪ ঘণ্টায় মৃত্যু হয়েছে ৬৬৯ জনের। দিল্লিতে একদিনে মৃত্যুর সংখ্যা ৪০৭।


















