Digha News: আজ দিঘায় জগন্নাথধামের দ্বারোদ্ঘাটন করবেন, মুখ্যমন্ত্রী । দিঘাজুড়ে এখন সাজো-সাজো রব
ABP Ananda LIVE: আজ অক্ষয় তৃতীয়ায়, দিঘায় জগন্নাথধামের দ্বারোদ্ঘাটন করবেন, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আজ যজ্ঞে অংশ নেন তিনি। জগন্নাথধামের উদ্বোধনের আগে দিঘাজুড়ে এখন সাজো-সাজো রব।আলোয় সেজে উঠেছে সৈকতনগরী। অন্য়দিকে, কাল কাঁথিতে সনাতনী ধর্ম সম্মেলনের অনুমতি দিয়েছে হাইকোর্ট। ওই অনুষ্ঠানে হাজির থাকতে পারেন বিরোধী দলনেতা।
আরও খবর...
বড়বাজারের মেছুয়াবাজার ফলপট্টির হোটেলে বিধ্বংসী আগুনে মর্মান্তিক মৃত্যু বহু মানুষের । শেষ পাওয়া খবর অনুসারে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৪। পুলিশ সূত্রের খবর ১৩ জনের মৃত্যু হয়েছে ধোঁয়ায় দম আটকে আর ১ জন প্রাণ বাঁচাতে নিচে ঝাঁপ দিতে গিয়ে পড়ে মৃত্যু হয়েছে। প্রবল ধোঁয়ার জেরে দমবন্ধ হওয়ায় বেড়েছে মৃত্যুর সংখ্যা, জানিয়েছেন নগরপাল।
মঙ্গলবার সন্ধে ৭.৩০ নাগাদ আগুন লাগে। ঘিঞ্জি এলাকা, তার উপর হোটেলে আবাসিক ভর্তি থাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে দ্রুত।
ঢোকা-বেরনোর একটাই সিঁড়ি। তাই অনেকেই নিচে নামতে পারেননি। কেউ হোটেলের ঘরেই আটকে পড়েন। হোটেলে রাজ্যের ও ভিনরাজ্যের বাসিন্দারা থাকতেন। সম্ভবত অগ্নিনির্বাপন ব্যবস্থা ঠিকঠাক না থাকায় ও ইমার্জেন্সি এগজিটের সুবন্দোবস্ত না থাকায় অনেকেই বেঁচে বের হতে পারেননি।

















