Mamata Banerjee: 'আমি বলতে না চাইলেও বিজেপি আমাকে বলতে বাধ্য করেছে : মমতা | ABP Ananda LIVE
Mamata Banerjee: 'আমি বলতে না চাইলেও বিজেপি আমাকে বলতে বাধ্য করেছে'। 'আমি ভেবেছিলাম রাজনৈতিক কথা বলব না'।'আপনারা এখন আমাকে, নীতীশ কুমার, লালুপ্রসাদকে আক্রমণ করছেন?'। 'আপনাদের সময় বহু মানুষের মৃত্যু হয়েছে, আমরা তো কখনও বলিনি'। 'সম্পূর্ণ গাফিলতির জন্য এই দুর্ঘটনা, সমন্বয়ের অভাব ছিল'। 'এত মানুষের মৃত্যুর পরও ক্ষমা চাননি'।'আমি রেলমন্ত্রী থাকাকালীন ট্রেনের ভাড়া বাড়াইনি, কিন্তু এখন তো প্রায় নিয়ম করে ভাড়া বাড়ান'। 'আপনি নিজেদের সখ-আহ্লাদ পূরণের জন্য যে টাকা খরচ করেছেন, তা রেলকে দিতে পারতেন'। 'সেই টাকা কৃষককে দিতে পারতেন, ১০০দিনের কাজের জন্য দিতে পারতেন'। 'কিন্তু আপনারা তো সেই টাকা দেননি, তাহলে হয়তো এই দিন দেখতে হত না'। 'নিজেদের দোষ আড়াল করাটা ঠিক নয়'। '১০০দিনের কাজ থেকে প্রধানমন্ত্রী আবাস যোজনা, আপনার সময়ে কিছুই হয়নি'। 'যে উজ্জ্বলা যোজনা এনেছেন, তাতেও মানুষের কোনও উপকার হয়নি'