ফটাফট: মোদি থেকে মমতা, অশোক থেকে পায়েল, শনিবারের বারবেলায় প্রচারে ঝড়
রাজ্য জুড়ে জোরকদমে চলছে সব দলের প্রচার কর্মসূচি। প্রচারে নেমে মাঠে ফুটবল খেললেন শিলিগুড়ির সিপিএম প্রার্থী অশোক ভট্টাচার্য (Ashok Bhattacharya)। বাঘাযতীনে বাড়ি বাড়ি গিয়ে প্রচার করলেন যাদবপুরের বাম প্রার্থী সুজন চক্রবর্তী (Sujan Chakraborty)। বেহালা পূর্ব কেন্দ্রে প্রচার সারলেন পায়েল (Payel Sarkar)। বালিতে সিপিএম প্রার্থী দীপশিখা ধরের প্রচারে যোগ দিলেন শ্রীলেখা মিত্র (Sreelekha Mitra)। ডোমজুড়ে প্রচার বিজেপি প্রার্থী রাজীব বন্দ্যোপাধ্যায় (Rajib Banerjee)। চাবাগানে গিয়ে প্রচার সিপিএমের শ্রমিক প্রার্থীর। খড়গপুরে প্রধানমন্ত্রীর সভার দিনই অভিনব ট্যাবলো নিয়ে প্রচারে নারায়ণগড়ে প্রচার তৃণমূল প্রার্থী সূর্যকান্ত অট্টর। ‘বাংলায় সিঙ্গেল-উইন্ডো আছে, যা হল ভাইপো-উইন্ডো’, খড়গপুরের সভা থেকে বললেন নরেন্দ্র মোদি (Narendra Modi)। ‘বিজেপি হল সবচেয়ে বড় তোলাবাজ-গুণ্ডা’, পূর্ব মেদিনীপুরে সভায় বললেন মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। ভোট যেন বিজেপির গুণ্ডারা চুরি করতে না পারে, নজর রাখার বার্তা দিলেন মমতা। খড়গপুরে দিলীপ ঘোষের (Dilip Ghosh) প্রশংসা করলেন মোদি। তৃণমূলে যোগ দিলেন ২ তারকা, নীল ভট্টাচার্য ও তৃণা সাহা। প্রার্থী বদলের দাবিতে জায়গায় জায়গায় বিক্ষোভ বিজেপি কর্মীদের।



















