ফটাফট: ৮-৯ ডিসেম্বর কলকাতায় JP Nadda, মালদায় ভেসেল-দুর্ঘটনায় নিখোঁজ ৩, সঙ্গে আরও খবর
দেশে Corona-য় গত ২৪ ঘণ্টায় আক্রান্ত হয়েছেন ৩৭ হাজার ৯৭৫ জন। ২৪ ঘণ্টায় মৃত্যু হয়েছে ৪৮০ জনের। করোনাকে জয় করে সুস্থ হয়েছেন ৪২ হাজার ৩১৪ জন। ভোটের আগে নতুন প্রকল্পের ঘোষণা মুখ্যমন্ত্রীর (Mamata Banerjee)। প্রতি ব্লকে হবে ক্যাম্প, ঘোষণা মুখ্যমন্ত্রীর। বহিরাগত তত্ত্বে মমতার আক্রমণের মধ্যেই আসছেন J.P.Nadda। ৮-৯ ডিসেম্বর থাকবেন Kolkata-য়। জেলা নেতৃত্বের সঙ্গে বৈঠক। একদিনে এগিয়ে ৭ তারিখ Uttarkanya অভিযান। ফের কোচবিহার দক্ষিণের বিধায়কের বাড়িতে রবীন্দ্রনাথ ঘোষ। পারাপারের সময় Malda-র মানিকচকে লঞ্চ দুর্ঘটনা। ভেসেল থেকে গঙ্গায় পড়ল পাথর বোঝাই ৮টি লরি। এখনও তিনজনের খোঁজ মেলেনি। গতকাল সন্ধে ৭টা নাগাদ দুর্ঘটনাটি ঘটে। ঝাড়খণ্ডের রাজমহল থেকে মানিকচকে যাওয়ার পথে ঘাটের কাছে ভেসেল থেকে পরে যায় পাথর বোঝাই ৮টি লরি। বেশ কয়েকজন নিখোঁজ হয়ে যান। রাতেই ১০ জনকে উদ্ধার করা সম্ভব হয়। এখনও নিখোঁজ ৩। ফের বাড়ল জ্বালানী তেলের দাম।