Gujrat Bridge Collapse: মেরামতির জন্য সাত মাস বন্ধ, ৪ দিনের মধ্যেই গুজরাতে ভেঙে পড়ল ব্রিজ
গুজরাতে নদীতে ভেঙে পড়ল ব্রিজ। গুজরাতের মোরবিতে ভেঙে পড়ল কেবল ব্রিজ। মোদির গুজরাত সফরের মধ্যেই ভেঙে পড়ল ব্রিজ। দুর্ঘটনার সময় ব্রিজের ওপরে চারশো জন মানুষ ছিলেন। ব্রিজ ভেঙে নদীতে ৪০ থেকে ৫০ জনের তলিয়ে যাওয়ার আশঙ্কা। মেরামতির ৪ দিনের মধ্যেই গুজরাতের মোরবিতে ভেঙে পড়ল ব্রিজ। কেবল ধরে বাঁচার চেষ্টা মানুষের। ঘটনাস্থলে পুলিশ, বিপর্যয় মোকাবিলা দল। বেশ কয়েকজনকে উদ্ধার করে নিয়ে যাওয়া হল হাসপাতালে। ১৮৭৯ সালে ব্রিজটি তৈরি হয়েছিল। মেরামতির জন্য সাত মাস বন্ধ ছিল ব্রিজটি। নির্বাচনের জন্য তড়িঘড়ি চালু, অভিযোগ কংগ্রেসের। দুর্নীতির কারণেই ভেঙে পড়েছে ব্রিজ, অভিযোগ বিরোধীদের। সিবিআই তদন্তের দাবি আম আদমি পার্টির।
বিশেষ দ্রষ্টব্য: এই ভিডিওতে এমন দৃশ্য রয়েছে, যা কোনও দর্শককে বিব্রত করতে পারে। মানসিকভাবে দুর্বল দর্শকদের এই ভিডিও না দেখাই ভাল


















