Howrah Fake CBI Officer: 'আমাদের নামে মিথ্যা কথা বলেও টাকা নিয়েছে', অভিযোগ শুভদীপের মায়ের
দিল্লি (Delhi) থেকে গ্রেফতার জগাছার ভুয়ো সিবিআই (Fake CBI) শুভদীপ বন্দ্যোপাধ্যায় (Suvadeep Banerjee)। তাঁর বিরুদ্ধে সরকারি চাকরি দেওয়ার নাম করে লক্ষ লক্ষ টাকার প্রতারণার অভিযোগ উঠেছে। সিবিআই অফিসার সেজে প্রতারণার অভিযোগ তাঁর বিরুদ্ধে। সরকারি চাকরি পাইয়ে দেওয়ার নাম করে লক্ষ লক্ষ টাকা আত্মসাতের অভিযোগ রয়েছে শুভদীপের বিরুদ্ধে। গতকাল রাতেই তাঁকে দিল্লির এক পাঁচতারা হোটেল থেকে গ্রেফতার করা হয়েছে। আজ তাঁকে দিল্লির আদালতে তোলা হবে বলে পুলিশ সূত্রে খবর। এই প্রসঙ্গে শুভদীপের মা বলেন, ‘আমি ছেলেকে মানুষ করার চেষ্টা করেছিলাম, সে অমানুষ তৈরি হয়েছে। সে এতো দিন কী করতো, আমি কিছুই জানতাম না। বৌমার কাছে জানতে পারি। তারপর পালিয়ে যায় আমার ছেলে। আমাদের নামে মিথ্যা কথা বলেও টাকা নিয়েছে।’



















