Jyoti Malhotra: জ্যোতি মালহোত্রার ফোন-ল্যাপটপের ফরেন্সিক-রিপোর্টে নতুন তথ্য? IND Vs Pakistan
ABP Ananda Live: ধৃত ইউটিউবার জ্যোতি মালহোত্রার ফোন-ল্যাপটপের ফরেন্সিক পরীক্ষার রিপোর্ট মিলবে আজ। ডিলিট করা তথ্য পুনরুদ্ধারের পর নতুন প্রমাণ মেলার সম্ভাবনা।
ইতিমধ্যেই মহম্মদ ইউনুসের অন্তর্বর্তী সরকার ভার্সেস বাংলাদেশ সেনার দ্বন্দ্ব প্রকাশ্যে এসেছে । আর এবার সামনে এল বড় খবর। জল্পনা শোনা যাচ্ছিলই। দেশের বর্তমান অবস্থায় নাকি কাজ করতেই পারছেন না মহম্মদ ইউনূস। তিনি নাকি পদ ছাড়তে চান। এবার একেবারে ঘোড়ার মুখের খবর দিলেন জাতীয় নাগরিক পার্টির নেতা নাহিদ ইসলাম। তিনি ইউনূসের সঙ্গে দেখা করে বেরিয়েই চাঞ্চল্যকর দাবি করেছেন। এমন খবরই প্রকাশ বিবিসি বাংলায়। ইউনূসের ‘ভাবনা’ তাঁর কানে আসছিল। তাই নিজ-কানে কথাটা শুনতেই ইউনূসের 'যমুনা'য় পৌঁছেছিলেন তিনি। সেখান থেকে বেরিয়েই নাহিদ জানিয়ে দেন, সত্যই পদত্যাগের কথা ভাবছেন ইউনূস।


















