IND Vs Pakistan: দিল্লির পাক দূতাবাস থেকেই কি গুপ্তচর নিয়ন্ত্রণ?
ABP Ananda Live: চরবৃত্তির অভিযোগে দিল্লির সিলামপুর থেকে ধৃত মহম্মদ হারুনের সঙ্গে পাক দূতাবাসের বিদায়ী আধিকারিকের যোগ। দিল্লিতে নিযুক্ত পাক দূতাবাসের বিদায়ী আধিকারিক মোজাম্মেল হোসেনের নির্দেশে গুপ্তচরবৃত্তির অভিযোগ । ইতিমধ্যেই পাক দূতাবাস আধিকারিক মোজাম্মেল হোসেনকে ভারত ছাড়তে নির্দেশ দেওয়া হয়েছে। ভারতের অভ্যন্তরীণ সুরক্ষার সঙ্গে জড়িত গুরুত্বপূর্ণ তথ্য পাচারের অভিযোগ হারুনের বিরুদ্ধে। পহেলগাঁও গণহত্য়ার সময় সীমান্তের ওপারে থাকা স্ত্রী-র সঙ্গে দেখা করার নামে পাকিস্তানে ছিল হারুন, খবর উত্তরপ্রদেশ ATS সূত্রে। বারাণসী থেকে চরবৃত্তির অভিযোগে ধৃত তুফায়েলের বিরুদ্ধেও ভারতের অভ্যন্তরীণ সুরক্ষার সঙ্গে জড়িত তথ্য পাচারের অভিযোগ। রাজঘাট, জ্ঞানবাপী মসজিদ, লাল কেল্লা ও একাধিক রেল স্টেশনের ছবি তুলে পাকিস্তানের নম্বরে পাঠানোর অভিযোগ তুফায়েলের বিরুদ্ধে । ৬০০টিরও বেশি পাকিস্তানি নম্বরের সঙ্গে যোগাযোগ ছিল তার। ফেসবুকে পাক সেনাকর্তার স্ত্রীর সঙ্গেও পরিচয় ছিল তুফায়েলের। মহম্মদ হারুন ও তুফায়েলকে আজ আদালতে তোলা হবে।


















