(Source: ECI/ABP News/ABP Majha)
Bengal Top Story: চোখ রাঙাচ্ছে Corona, দেশে একদিনে সংক্রমিত প্রায় ৬৩ হাজার!
নন্দীগ্রামে পরিবর্তন হলে বাংলায় পরিবর্তন হবে, দাবি কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের (Amit Shah)। লক্ষ্য রাখব, নন্দীগ্রামে পাল্টা সতর্কবার্তা মমতা বন্দ্যোপাধ্যায়ের
(Mamata Banerjee)। বাপ-ব্যাটার অনুমতিতেই ঢুকেছিল চটি পরা পুলিশ, নন্দীগ্রামে (Nandigram) ভোটের মুখে নাম না করে শিশির-শুভেন্দুর বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ মমতার। হারের আশঙ্কায় আর্তনাদ, জবাব দেবে মানুষ, পাগলামি শুরু করেছে, কটাক্ষ শিশিরের (Sisir Adhikari)। বাবাকে কেন্দ্রের মন্ত্রী করেছিলাম, সেটাই ছেলে মানতে পারেনি, সেজন্যই বাবার শপথেও যায়নি, ফের শিশির ও শুভেন্দু অধিকারীকে নিশানা করলেন মমতা বন্দ্যোপাধ্যায়। 'নন্দীগ্রামবাসী সব জানে', পাল্টা শিশির অধিকারী। লালগড়ে ভোট মিটতেই পদক্ষেপ এনআইএর (NIA)। ২০০৯ সালে রাজধানী এক্সপ্রেস হাইজ্যাক কাণ্ডে গ্রেফতার ছত্রধর। দুদিনের হেফাজত। দোল উৎসবে দলীয় কর্মীকে থাপ্পড়, বিতর্কে বাবুল সুপ্রিয়। সিঁথিতে বিজেপি কর্মীর ওপর হামলার অভিযোগ। বাঁচাতে গিয়ে আক্রান্ত মেয়েও। গ্রেফতার ২। দলের যোগ নেই, দাবি তৃণমূলের। রাজ্যে ফের বাড়ছে করোনা সংক্রমণ (Corona Cases)। গত ২৪ ঘণ্টায় আক্রান্ত ৮২৭। মৃত ২। দেশে দৈনিক সংক্রমণ প্রায় ৬৩ হাজার। মৃত্যু ছাড়াল ৩০০। টিকা নিলেও করোনাবিধি মেনে চলার পরামর্শ প্রধানমন্ত্রীর।