Delhi Honour Killing: বাড়ির অমতে বিয়ে, রাজধানীতে স্বামীকে গুলি করে খুন, আশঙ্কাজনক স্ত্রী
খোদ রাজধানীতেই অনার কিলিংয়ের (Honor Killing) অভিযোগ উঠল। ঘটনাটি ঘটেছে দিল্লির (Delhi) দ্বারকায়। ঘটনায় ৬ থেকে ৭ জন দুষ্কৃতীকে গ্রেফতার করেছে পুলিশ। বাড়ির অমতে বিয়ে করায় হামলা বলে দাবি পুলিশ সূত্রে। দিল্লির দ্বারকায় গতকাল রাতে ওই দম্পতির বাড়িতে হামলা চালায় ৬ থেকে ৭ জন দুষ্কৃতী। গুলি করা হয় স্বামী ও স্ত্রীকে। ঘটনাস্থলেই মৃত্যু হয় স্বামীর। স্ত্রী গুরুতর জখম অবস্থায় হাসপাতালে ভর্তি। দ্বারকার ডেপুটি পুলিশ কমিশনার জানিয়েছেন, এক বছর আগে বাড়ির অমতে বিয়ে করেছিলেন দু’জনে। ঘটনার তদন্তে নেমেছে দিল্লি পুলিশ। ধৃতদের জেরা করা হচ্ছে। ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়।
শিয়ালদা দক্ষিণ শাখায় গতকাল বিক্ষোভ, তাণ্ডবের পর বাড়ানো হল স্টেশনের নিরাপত্তা। আজ মল্লিকপুর, সোনারপুর সহ একাধিক স্টেশনে বাড়তি আরপিএফ ও জিআরপি কর্মী মোতায়েন করা হয়েছে। পাশাপাশি শিয়ালদা উত্তর ও দক্ষিণ শাখায় ৪৩টি বাড়তি স্টাফ স্পেশাল ট্রেনের ব্যবস্থা করা হয়েছে।
![Maha Kumbh:নয়াদিল্লি স্টেশনে পদপিষ্ট হয়ে ১৮ জনের মৃত্যু, তাও নড়ল না টনক, পাটনা স্টেশনে ঠাসাঠাসি ভিড়](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2025/02/17/e0fc66350a3d2e12cfb54f3f8594176f1739800238375535_original.jpg?impolicy=abp_cdn&imwidth=470)
ট্রেন্ডিং
সেরা শিরোনাম
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)