Rahul Gandhi Interview: ইন্দিরা গাঁধীও মনে করতেন, জরুরি অবস্থার সিদ্ধান্ত ভুল ছিল : রাহুল গাঁধী
ইন্দিরা গাঁধী (Indira Gandhi) সরকারের ১৯৭৫ সালে দেশে জরুরি অবস্থা জারির সিদ্ধান্ত ভুল ছিল। পাঁচ রাজ্যে ভোটের মুখে অর্থনীতিবিদ কৌশিক বসুর সঙ্গে কথোপকথনে এই কথা স্বীকার করলেন কংগ্রেস নেতা রাহুল গাঁধী (Rahul Gandhi)। তিনি জানান, জরুরি অবস্থার জারির অনেক পরে তাঁর ঠাকুরমা ইন্দিরা গাঁধীরও মনে হয়েছিল, ওই সিদ্ধান্ত সঠিক ছিল না। জরুরি অবস্থার সঙ্গে মোদি জমানার তুলনা টেনে রাহুল দাবি করেন, সে সময় জরুরি অবস্থা জারি করলেও কংগ্রেস কখনই দেশের প্রতিষ্ঠানগুলিকে দখল করার চেষ্টা করেনি। পাঁচ রাজ্যের মধ্যে তামিলনাড়ুতেও ভোট রয়েছে। তামিলনাড়ুর নির্বাচনের মুখে রাহুল জানান, এলটিটিই প্রধান প্রভাকরণের মৃত্যুসংবাদ শুনে তাঁর খারাপ লেগেছিল। এলটিটিই জঙ্গিদের মানববোমা বিস্ফোরণেই তামিলনাড়ুতে নির্বাচনী প্রচারে গিয়ে নিহত হয়েছিলেন রাজীব গাঁধী। যে ঘটনায় মূল ষড়যন্ত্রকারী হিসেবে প্রভাকরণের নামই উঠে আসে। সেই প্রসঙ্গ টেনেই রাহুল জানান, প্রভাকরণের মৃত্যু তাঁকে ব্যথিত করেছিল।