Centre New Ordinance: প্রতিরক্ষার সঙ্গে যুক্ত সংস্থায় ধর্মঘট করলে জেল-জরিমানা, অর্ডিন্যান্স কেন্দ্রের
কামান-বন্দুক থেকে শুরু করে গোলা-বারুদ বা সেনার পোশাক তৈরির কারখানায় ধর্মঘটের অধিকার খর্ব করল মোদি সরকার (Modi Government) । ইতিমধ্যেই এই নিয়ে অধ্যাদেশ জারি করেছে কেন্দ্র। অর্ডিন্যান্সে (Essential Defence Services Ordinance) বলা হয়েছে, প্রতিরক্ষা ক্ষেত্রে যুক্ত কোনও সংস্থায় ধর্মঘট করা যাবে না। অধ্যাদেশ অমান্য করলে ১০ হাজার টাকা জরিমানা করা হবে। এমনকি ধর্মঘটীদের এক বছর পর্যন্ত জেলও হতে পারে।
এদিকে, শিশুদের উপর কোভোভ্যাক্সের ক্লিনিক্যাল ট্রায়ালে (Clinical Trial) অনিশ্চয়তা। বড় ধাক্কা পুনের (Pune) সিরাম ইন্সটিটিউটের। সূত্রের খবর, কেন্দ্রের বিশেষজ্ঞ কমিটি, ২ থেকে ১৭ বছর বয়সীদের ক্ষেত্রে কোভোভ্যাক্সের দ্বিতীয় বা তৃতীয় পর্যায়ের ক্লিনিক্যাল ট্রায়ালের অনুমতি না দেওয়ার পরামর্শ দিয়েছে। কমিটির তরফে জানানো হয়েছে, এই ভ্যাকসিনকে এখনও পর্যন্ত কোনও দেশ স্বীকৃতি দেয়নি। ফলে শিশুদের উপর ক্লিনিক্যাল ট্রায়ালের জন্য সিরাম ইন্সটিটিউটকে এই ভ্যাকসিন সংক্রান্ত সমস্ত তথ্য দিতে হবে। সুরক্ষার বিষয়ে কী ব্যবস্থা, সেটাও জানাতে হবে পুণের সংস্থাকে। সোমবারই শিশুদের উপর কোভোভ্যাক্সের ক্লিনিক্যাল ট্রায়ালের জন্য ড্রাগ কন্ট্রোলার জেনারেল অফ ইন্ডিয়া বা DGCI-এর কাছে আবেদন করেছিল সিরাম।