Parliament Monsoon Session 2021: বাদল অধিবেশন শুরুর আগে প্রধানমন্ত্রীর উপস্থিতিতে সর্বদল বৈঠক সংসদে
আগামিকাল থেকে শুরু হচ্ছে সংসদের বাদল অধিবেশন (Monsoon Session)। “সরকার যে কোনও ইস্যুতেই আলোচনায় রাজি। সংসদে গঠনমূলক আলোচনা হওয়া উচিত, শান্তিপূর্ণ আলোচনা হওয়া উচিত”, সর্বদলীয় বৈঠকে বলেছেন প্রধানমন্ত্রী (Narendra Modi)। এপ্রসঙ্গে.তৃণমূল সাংসদ সুদীপ বন্দ্যোপাধ্যায় (TMC MP Sudip Banerjee) বলেন, “আমরা তৃণমূল কংগ্রেসের (TMC) পক্ষে খুব স্পষ্টভাবে বলেছি যে বর্তমান কোভিড পরিস্থিতিতে রাজ্যের চাহিদা অনুযায়ী টিকা (COVID Vaccine) সরবরাহ করা হচ্ছে না। পেট্রোল, ডিজেল, রান্নার গ্যাসের দাম নিয়ে কোনও মন্ত্রী কিছুই বলছেন না। সরকার যেন লোকসভার অধিবেশনে এই বিষয়গুলি এড়িয়ে না যায়।“
ট্যুইটারে কটাক্ষ করে তৃণমূল কংগ্রেসের রাজ্যসভার নেতা ডেরেক ও’ ব্রায়েনের (Derek O'Brien) লেখেন, ‘সাংসদরা করোনা নিয়ে পাওয়ারপয়েন্ট প্রেজেন্টেশন চান না। প্রধানমন্ত্রী বা কনফারেন্স রুমের প্রেজেন্টেশন চাই না। সংসদের অধিবেশন শুরু হচ্ছে, অধিবেশন কক্ষে আসুন’,
বাদল অধিবেশনে (Monsoon Session) বিজেপিকে চেপে ধরতে কোমর বাঁধছে কংগ্রেস (Congress)। লোকসভা ও রাজ্যসভায় দলীয় নেতৃত্বের পুনর্গঠন সনিয়া গাঁধীর (Sonia Gandhi)। লোকসভায় অধীরেই ভরসা রাখলেন সনিয়া। লোকসভায় কংগ্রেসের দলনেতা থাকবেন অধীর চৌধুরী (Adhir Chowdhury)। উপ দলনেতার ভূমিকা পালন করবেন গৌরব গগৈ। মুখ্য সচেতক করা হল কে সুরেশকে। রাজ্যসভায় দলকে নেতৃত্ব দেবেন মল্লিকার্জুন খাড়গে। রাজ্যসভায় কংগ্রেসের উপ দলনেতা হচ্ছেন আনন্দ শর্মা। মুখ্য সচেতক করা হল জয়রাম রমেশকে।