India Strikes: " লাথো কা ভূত বাতো সে নহি মানতা"বললেন শহিদ প্যারা কমাণ্ডো ঝন্টু আলি শেখের দাদা
ABP Ananda Live : পহেলগাঁও হামলায় প্রাণ গেছে কলকাতার বাসিন্দা বিতান অধিকারীর ,আর সেই হামলাকাণ্ডে জড়িত জঙ্গিদের খুঁজতে গিয়ে শহিদ হয়েছেন প্যারা কমাণ্ডো ঝন্টু আলি শেখ। এই দিই হামলায় জড়িত পাকিস্তান, সংঘর্ষবিরতি পরও পাকিস্তানের গোলাগুলি ছোড়ায় এবার তাদের যোগ্য জবাব দেওয়ার দাবি জানায় নিহত ঝন্টু আলি শেখের দাদা রফিকুল শেখ।এছাড়াও নিহত বিতান অধিকারীর মা মায়া অধিকারী জানান 'প্রধানমন্ত্রী আরও যেন যোগ্য জবাব দেন',বললেন পহেলগাঁওকাণ্ডে নিহত বিতান অধিকারীর মা। পাকিস্তান এমন একটা দেশ...বলে না " লাথো কা ভূত বাতো সে নহি মানতা", " এর আগেও অনেকবার হামলা করেছে , এরা পুলওয়ামায় হামলা চালিয়েছে , উরিতে হামলা চালিয়েছে, ভারত সরকার এর যোগ্য় জবাব দিয়েছে " বললেন শহিদ প্যারা কমাণ্ডো ঝন্টু আলি শেখের দাদা রফিকুল শেখ।


















