India strikes : সীমান্ত পরিস্থিতির প্রেক্ষিতে গতরাতে নর্থ ব্লকে জরুরি বৈঠকে কেন্দ্রীয় স্বরাষ্ট্রসচিব
ABP Ananda Live : সীমান্ত পরিস্থিতির প্রেক্ষিতে গতরাতে নর্থ ব্লকে জরুরি বৈঠকে কেন্দ্রীয় স্বরাষ্ট্রসচিব। সীমান্ত পরিস্থিতির প্রেক্ষিতে গতরাতে স্বরাষ্ট্রমন্ত্রকে জরুরি বৈঠক নর্থ ব্লকে বৈঠকে কেন্দ্রীয় স্বরাষ্ট্রসচিব।কেন্দ্রীয় স্বরাষ্ট্রসচিবের সঙ্গে বৈঠকে রাজ্যের মুখ্যসচিবরা।রাজ্যে রাজ্যে সিভিল ডিফেন্স আরও শক্তিশালী করতে বিস্তারিত আলোচনা সীমান্তে সংঘর্ষবিরতি কার্যকর হওয়ার পর এবার ঘরের নিরাপত্তায় নজর।
সংঘর্ষ বিরতি ভেঙে ফের পাকিস্তানের লাগাতার গুলি-মর্টার, পাল্টা জবাব ভারতের
সংঘর্ষ বিরতি ভেঙে ফের পাকিস্তানের গুলি। জানা গিয়েছে আখনুর সেক্টরে এই গুলি চলছে। রাত ৮.১৫ থেকে জম্মুতে ফের পাকিস্তানের হামলা। সংঘর্ষ বিরতি ভেঙে জম্মুতে পাক সেনার গুলি-মর্টার।জম্মুর বেশ কয়েকটি এলাকায় লাগাতার পাক গুলি-মর্টার। জম্মুতে আন্তর্জাতিক সীমান্ত বরাবর পাক সেনার গুলি। সংঘর্ষ বিরতি লঙ্ঘন পাকিস্তানের, পাল্টা জবাব ভারতের। সংঘর্ষ বিরতির ৫ ঘণ্টার মধ্যেই উধমপুরে পাক হামলা, এমনটাই খবর। ১১ জায়গায় সংঘর্ষ বিরতি লঙ্ঘন পাকিস্তানের। শ্রীনগরে ডাল লেকে নিভিয়ে দেওয়া হল আলো। জম্মুতে আন্তর্জাতিক সীমান্ত বরাবর ১১ জায়গায় হামলা বলে খবর।


















