Yoga Day 2022 : যোগ আমাদের জাতি এবং বিশ্বে শান্তি আনে, মহীশূরে বললেন মোদি : ABP Ananda
যোগব্যায়াম শুধু আর জীবনের অংশ নয়, জীবনযাপনে একটি উপায় হয়ে উঠছে, কর্ণাটকের মহীশূরে যোগ দিবস উদযাপনের অনুষ্ঠানে বললেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি । মহীশূর প্রাসাদের মাঠে অনুষ্ঠানে ভাষণ দিতে গিয়ে প্রধানমন্ত্রী বলেন, যোগ নানা সমস্যা সমাধান করে এবং অভ্যন্তরীণ শান্তি নিয়ে আসে। "যোগ আমাদের সমাজে শান্তি আনে। যোগ আমাদের জাতি এবং বিশ্বে শান্তি আনে। এবং যোগ আমাদের মহাবিশ্বে শান্তি আনে," বলেন মোদি।
আজ দেশজুড়ে পালিত হচ্ছে আন্তর্জাতিক যোগ দিবস। মহীশূর প্যালেস গ্রাউন্ডে যোগ দিবসের অনুষ্ঠানে যোগ দেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। এবারের থিম, মানবতার জন্য যোগাভ্যাস। মহীশূর প্যালেস গ্রাউন্ডে ১৫ হাজার মানুষের সঙ্গে যোগাভ্যাস করেন প্রধানমন্ত্রী ।
![Madhyamik 2025: ২টি প্রশ্নেরই অঙ্ক শুরু করলেই নম্বর' ! মাধ্যমিকের অঙ্কের প্রশ্ন নিয়ে বিতর্ক](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2025/02/17/276618d165184e40883122f6b15d571b1739804843495535_original.jpg?impolicy=abp_cdn&imwidth=470)
![BJP News: শুভেন্দু-সহ ৪ বিজেপি বিধায়ক ১ মাস সাসপেন্ড। প্রতিবাদে মুখ্যমন্ত্রীকে বয়কটের ডাক!](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2025/02/17/b2e6ce6a828b3a5340d118d04fe65d5d1739803732253535_original.jpg?impolicy=abp_cdn&imwidth=100)
![Mahakumbh News: নির্বিঘ্নে নিরাপত্তার ঘেরাটোপে পুণ্যস্নান করছেন VVIP-রা, পদপিষ্ট হয়ে কেন প্রাণ দিতে হচ্ছে সাধারণ মানুষকে ?](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2025/02/17/ee6237289118a4e241c327ec96ab84881739802765019894_original.jpg?impolicy=abp_cdn&imwidth=100)
![Dumdum News: সেন্ট্রাল অ্যাভিনিউয়ের পর এবার দমদম, টার্গেট সত্তরোর্ধ্ব দম্পতি](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2025/02/17/f6897ca2ea9377358e82fd8de3c3dde21739802745293535_original.jpg?impolicy=abp_cdn&imwidth=100)
![Kolkata News: অভিজাত পরিবারে দুষ্কৃতী হানা, অস্ত্র দেখিয়ে লুঠ, ৫ দিন পরেও অধরা দুষ্কৃতীরা](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2025/02/17/e801d50724d3a354c8d9f583db1498d81739801513704535_original.jpg?impolicy=abp_cdn&imwidth=100)
ট্রেন্ডিং
সেরা শিরোনাম
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)