(Source: ECI/ABP News/ABP Majha)
Kangana Ranaut: চণ্ডীগড় বিমানবন্দরে কঙ্গনা রানাওয়াতকে চড় মারার অভিযোগ | ABP Ananda LIVE
ABP Ananda LIVE: চণ্ডীগড় বিমানবন্দরে কঙ্গনা রানাওয়াতকে চড় মারার অভিযোগ । মহিলা সিআইএসএফ জওয়ানের বিরুদ্ধে চড় মারার অভিযোগ । কৃষক আন্দোলনের বিরুদ্ধে কথা বলায় কঙ্গনাকে চড় মারার অভিযোগ
কেন্দ্রে তৃতীয় বারের জন্য সরকার গঠনের প্রস্তুতি শুরু করে দিয়েছেন নরেন্দ্র মোদি (Narendra Modi 3.0)। রবিবার তৃতীয় বারের জন্য প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেওয়ার কথা তাঁর। সেই উপলক্ষে ইতিমধ্যেই অন্য দেশের রাষ্ট্রনেতাদের আমন্ত্রণপত্র পাঠানোর কাজ শুরু হয়ে গিয়েছে বলে খবর। পড়শি দেশ শ্রীলঙ্কা, বাংলাদেশ, ভুটান, নেপালের রাষ্ট্রপ্রধানদের আমন্ত্রণ জানানো হয়েছে শপথগ্রহণে অংশ নেওয়ার জন্য। আমন্ত্রণপত্র পাঠানো হয়েছে মরিশাসেও। (কাল দিল্লি পৌঁছচ্ছেন হাসিনা, শপথগ্রহণ অনুষ্ঠানে পড়শি দেশগুলিকে গুরুত্ব মোদির)
শ্রীলঙ্কার প্রেসিডেন্ট রনিল বিক্রমসিঙ্ঘেকে শপথগ্রহণ অনুষ্ঠানে আমন্ত্রণ জানিয়েছেন মোদি। ফোনে দু'জনের মধ্যে কথা হয়েছে, মোদিকে রনিল অভিনন্দনও জানিয়েছেন বলে খবর। বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গেও ফোনে কথা হয়েছে। শপথগ্রহণ অনুষ্ঠানে মোদির আমন্ত্রণ গ্রহণ করেছেন হাসিনা। শুক্রবার দিল্লি এসে পৌঁছতে পারেন তিনি। রনিলও অনুষ্ঠানে উপস্থিত থাকবেন বলে জানিয়েছেন। তৃতীয় বারের জন্য প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেওয়ার আগে মোদি পড়শি দেশগুলিকে বিশেষ গুরুত্ব দিয়ে দেখছেন, তাই সবার আগে ওই সব দেশের রাষ্ট্রনেতাদের আমন্ত্রণ জানানোর প্রস্তুতি শুরু হয়েছে বলে মত রাজনৈতিক বিশ্লেষকদের।