এক্সপ্লোর
Rath Yatra 2024: 'আমরা সব ধর্ম নিয়ে বেঁচে থাকি, জগন্নাথদেব আমাদের অতি প্রিয়', ISKCON-এ রথের দড়িতে টান মমতার
প্রার্থনার পর ISKCON-এর সন্ন্যাসী ও ভক্তদের সঙ্গে রথের দড়িতে টান দেন

ISKCON-এ রথের দড়িতে টান মমতার
1/10

আজ রথযাত্রা । মহা সমারোহে বাংলায় পালিত হচ্ছে দিনটি। ইস্কনে রথযাত্রার সূচনায় মুখ্যমন্ত্রী।
2/10

ISKCON-এ রথের দড়িতে টান দেন মমতা বন্দ্যোপাধ্য়ায়। বহু ভক্ত রথযাত্রা উৎসবে শামিল হন। 'জয় জগন্নাথ' স্লোগান তোলেন তাঁরা।
3/10

মুখ্যমন্ত্রীকে আরতি করতে দেখা যায়। এরপর জগন্নাথদেব, বলভদ্র ও সুভদ্রা কাছে প্রার্থনা করেন তিনি।
4/10

প্রার্থনার পর ISKCON-এর সন্ন্যাসী ও ভক্তদের সঙ্গে রথের দড়িতে টান দেন।
5/10

ISKCON-এ রথযাত্রার সামনে মহিলাদের নৃত্যপরিবেশন অনুষ্ঠানও দেখা যায়। এরপর সন্ন্যাসী ও ভক্তরা শহরের বিভিন্ন রাস্তায় টেনে নিয়ে যান রথ।
6/10

এদিন ISKCON-এ রথযাত্রায় শামিল হয়ে মুখ্যমন্ত্রী বলেন, 'আমরা সব ধর্ম নিয়ে বেঁচে থাকি। জগন্নাথদেবও আমাদের কাছে অতি পবিত্র এবং প্রিয়।'
7/10

তিনি বলেন, 'বাংলার অর্ধেক লোককে আজ পুরীতে জগন্নাথ দর্শনে দেখা যাবে। কখনো ISKCON-এ, কখনো মাহেশে, কখনো পুরীতে...বিভিন্ন জায়গায়।'
8/10

আগামী বছর থেকে দিঘাতেও রথযাত্রা শুরু হবে বলে জানান মমতা। সকলকেই আগাম আমন্ত্রণ রইল।
9/10

এই রথ ভক্তদের জন্য ময়দানে রাখা থাকবে। ৮ দিন পর ফিরিয়ে আনার আগে অবধি থাকবে। ততদিন ভক্তরা এর দর্শন করতে পারবে।
10/10

এদিকে রথযাত্রা উপলক্ষে সেজে উঠেছে পুরী। একদিনেই প্রথম নবযৌবন বেশ, নেত্র উৎসব। সৈকত শহরে কার্যত এখন জনজোয়ার।
Published at : 07 Jul 2024 05:48 PM (IST)
আরও দেখুন
Advertisement
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
আইপিএল
খবর
জেলার
আইপিএল
Advertisement
ট্রেন্ডিং
