Kashmir Attack: পহেলগাঁও হত্যায় গোয়েন্দাদের হাতে নতুন তথ্য | ABP Ananda Live
ABP Ananda Live: পহেলগাঁওয়ে হিন্দু হত্যা, NIA স্ক্যানারে জঙ্গি ফারুক আহমেদ তিদওয়ার। পহেলগাঁওয়ে হামলায় সরাসরি জড়িত ফারুক আহমেদ, NIA সূত্রে খবর । আগেই কুপওয়াড়ায় গুঁড়িয়ে দেওয়া হয়েছে ফারুকের বাড়ি। ২ বছর পাক-অধিকৃত কাশ্মীরে লুকিয়েছিল লস্করের শীর্ষ কমান্ডার ফারুক । ফারুকের তৈরি ওভারগ্রাউন্ড ওয়ার্কার্স নেটওয়ার্ক একাধিক হামলায় জড়িত। ১৯৯০-২০১৬, একাধিকবার পাকিস্তান থেকে ভারতে অনুপ্রবেশ ফারুকের। গত ২ বছর ধরে অ্যাপের মাধ্যমে সহযোগীদের সঙ্গে যোগাযোগ রাখত ফারুখ।
মুর্শিদাবাদে অশান্তিতে নষ্ট হয়ে যাওয়া ৯ টি মন্দির পুনর্নির্মাণের কাজের ভার্চুয়াল উদ্বোধন করলেন শুভেন্দু অধিকারী
পূর্ব মেদিনীপুরে দাঁড়িয়ে যেদিন দিঘার মন্দিরে জগন্নাথ দেবের প্রাণপ্রতিষ্ঠা করলেন মমতা বন্দ্যোপাধ্যায়, সেদিনই, মুর্শিদাবাদে অশান্তিতে নষ্ট হয়ে যাওয়া ৯ টি মন্দির পুনর্নির্মাণের কাজের ভার্চুয়াল উদ্বোধন করলেন শুভেন্দু অধিকারী। পূর্ব মেদিনীপুরে দাঁড়িয়েই, দিঘায় জগন্নাথ মন্দিরের উদ্বোধনের দিনই। আদালতের অনুমতিতে কাঁথিতে আয়োজন করা হল সনাতনী সমাবেশের। কাঁথির সনাতনী সম্মেলনে এদিন বক্তব্য রাখেন বেলডাঙার ভারত সেবাশ্রম সঙ্ঘের প্রধান কার্তিক মহারাজ, হিরন্ময় মহারাজ, পুরী ধামের দ্বৈতাপতি ভবানী প্রসাদ দাস।

















