Kashmir Attacks: দেশের গণ্ডি ছাড়িয়ে পহেলগাঁও সন্ত্রাসের প্রতিবাদ বিদেশেও
ABP Ananda LIVE : দেশের গণ্ডি ছাড়িয়ে পহেলগাঁও সন্ত্রাসের প্রতিবাদ বিদেশেও। ২৬ জনের মৃত্যুর প্রতিবাদে লন্ডনে পাক হাই কমিশনের সামনে প্রতিবাদ বিক্ষোভ। জাতীয় পতাকা হাতে নিয়ে স্লোগান তোলা হল 'ভারত মাতা কি জয়'। জমমু-কাশ্মীর থেকে জেরুজালেম, জেহাদিদের সন্ত্রাস গুঁড়িয়ে দেওয়া হোক, এই আর্জি নিয়ে সোচ্চার হলেন প্রবাসীদের অনেকে। তাঁদের হাতে ছিল প্ল্যাকার্ড, যাতে লেখা ছিল 'হিনদু লিভস ম্যাটার'। লন্ডনে ভারতীয় হাই কমিশনের তরফেও নিহতদের প্রতি শ্রদ্ধাঞ্জলি জানানো হয়।
পহেলগাঁওয়ে জঙ্গি হামলা, ভারতের প্রত্যাঘাত। কাশ্মীরে ঘাঁটি গেড়ে থাকা জঙ্গিদের তালিকা প্রকাশ। জঙ্গি তালিকা প্রকাশ করল জম্মু ও কাশ্মীর পুলিশ। কাশ্মীরের বিভিন্ন এলাকায় সক্রিয় ১৪ জন জঙ্গি। সোপোরে সক্রিয় এক লস্কর জঙ্গি। অবন্তীপুরায় সক্রিয় জৈশ ই মহম্মদের এক জঙ্গি। পুলওয়ামায় লস্কর ও জৈশের ২ জঙ্গি সক্রিয়। সোপিয়ানে এক হিজবুল ও চার লস্কর জঙ্গি সক্রিয় তালিকায় প্রকাশ জম্মু ও কাশ্মীর পুলিশের।
'টাকাটা ফ্যাক্টর নয়, আমরা যোগ্য সেটা প্রমাণ করা দরকার', মন্তব্য চাকরিহার শিক্ষাকর্মীর। বন্ধ কারখানার মতো চাকরিহারা শিক্ষাকর্মীদের জন্য এবার ভাতা । সুপ্রিম কোর্টের নির্দেশে চাকরিহারা, শিক্ষাকর্মীদের জন্য রাজ্যের ভাতা । মামলার নিষ্পত্তি না হওয়া পর্যন্ত গ্রুপ সি কর্মীদের মাসে ২৫ হাজার । চাকরিহারা গ্রুপ ডি কর্মীদের মাসে ২০ হাজার টাকা ভাতা দেবে সরকার । নবান্নে চাকরিহারা শিক্ষাকর্মীদের সঙ্গে বৈঠকে বার্তা মুখ্যমন্ত্রীর । কারা যোগ্য-অযোগ্য, এখনই তা বলতে পারব না, তালিকা পাইনি । নবান্নে চাকরিহারা শিক্ষাকর্মীদের সঙ্গে বৈঠকে বার্তা মুখ্যমন্ত্রীর

















