Kashmir: কাশ্মীরের মীরপুরেই তৈরি হয়েছিল কাশ্মীরে হামলার ব্লু প্রিন্ট,গোয়েন্দা সূত্রে চাঞ্চল্যকর তথ্য
ABP Ananda LIVE : পহেলগাঁওয়ে ভয়ঙ্কর জঙ্গি হামলায় শিউরে উঠেছে গোটা বিশ্ব। গোয়েন্দা সূত্রে খবর, গত ফেব্রুয়ারি মাসে পাক অধিকৃত কাশ্মীরের মীরপুরেই তৈরি হয়েছিল কাশ্মীরে হামলার ব্লু প্রিন্ট। লস্কর-ই-তৈবার ডেপুটি কমান্ডার সইফুল্লা খালিদ ওরফে সইফুল্লা কাসুরির নির্দেশেই ২২ এপ্রিল পহেলগাঁও-এ হয় হিন্দুনিধন যজ্ঞ। সূত্রের খবর,সইফুল্লা কসুরি ফেব্রুয়ারির শেষ সপ্তাহে হিজবুল মুজাহিদ্দিন ও লস্কর-ই-তৈবার পাঁচ কমান্ডারের সঙ্গে পাঞ্জাব সীমান্তের কসুর জেলায় বৈঠক করেন। ১১ মার্চের পর ঠিক হয় কাশ্মীরে হামলা হবে ভিন রাজ্যের লোকের উপর। মার্চের শেষ সপ্তাহে এই পাঁচ হিজবুল ও লস্কর কমান্ডাররা নিজেদের মধ্যে বৈঠক করেন। যেখানে নির্দিষ্ট করা হয় হামলার স্থান ও তারিখ।
Rahul Gandhi : 'জঙ্গিরা যেটা চেষ্টা করছিল সেটাকে পরাস্ত করতে হলে...', এই মুহূর্তে কী করা দরকার জানালেন রাহুল
"সমাজকে দু'ভাগে ভাগ করার জন্যই এই কাণ্ড ঘটানো হয়েছে। ভাইয়ের সঙ্গে ভাইয়ের লড়াই লাগিয়ে দেওয়ার চিন্তা থেকেই এই ঘটনা।" পহেলগাঁওয়ে জঙ্গি হামলার পর উপত্যকায় গিয়ে এমনই মন্তব্য করলেন কংগ্রেস সাংসদ রাহুল গান্ধী। তাঁর স্পষ্ট বক্তব্য, "প্রত্যেক ভারতীয়র ঐক্যবদ্ধ থাকা খুব গুরুত্বপূর্ণ। যাতে জঙ্গিরা যেটা করতে চেয়েছিল আমরা সেটাকে পরাস্ত করতে পারি।" পহেলগাঁওয়ে জঙ্গি হামলায় নিহতের পরিবারের সঙ্গে দেখা করার পাশাপাশি হাসপাতালে আহতদের সঙ্গে সাক্ষাৎ করেন লোকসভার বিরোধী দলনেতা। শ্রীনগরে জম্মু ও কাশ্মীরে মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লাহর বাসবভনে গিয়ে তাঁর সঙ্গে দেখাও করেন।



















