Kashmir News : পাক অধিকৃত কাশ্মীরে আরও ৪২ টি জঙ্গিদের লঞ্চপ্যাডের হদিশ !
Kashmir News : পাক অধিকৃত কাশ্মীরে (POK) আরও ৪২টি জঙ্গি লঞ্চ প্যাডের হদিশ পাওয়া গেছে। পাক সেনা চৌকির কাছে থাকা লঞ্চ প্যাডে লুকিয়ে শতাধিক জঙ্গি, খবর সূত্রের। POK-তে ৪২টি জঙ্গি লঞ্চ প্যাড। উরি, বারামুলা, কেরান, কুপওয়াড়ার সীমান্তের উল্টোদিকে একের পর এক জঙ্গি লঞ্চ প্যাড। সার্জিক্যাল স্ট্রাইকের সময় গুঁড়িয়ে দেওয়া ঘাঁটি ফের শক্তিশালী পাকিস্তানের প্রশ্রয়ে। উত্তর ও দক্ষ্ণ পিরপাঞ্জলে একাধিক জঙ্গিঘাঁটির খোঁজ। সূত্রের খবর, ৪২ টি লঞ্চপ্যাডে ১১০-১৩০ জন জঙ্গি রয়েছে । এই ৪২ টি লঞ্চপ্যাডে ১১০-১৩০ জন প্রশিক্ষণপ্রাপ্ত জঙ্গি রয়েছে যারা প্রস্তুত ভারতবর্ষে সন্ত্রাসবাদী হামলার জন্য। এই রণকৌশল প্রয়োগ করছে বলে আশঙ্কা করছে ভারতীয় গোয়েন্দা বিভাগ। ভারতীয় সেনাবাহিনীও সমানভাবে প্রস্তুত এই অনুপ্রবেশ বন্ধ করার জন্য । অপরদিকে ভারত সন্ত্রাসবাদীদের রুখতে কঠোরভাবে তৎপর

















