Kashmir News : কোথায় লুকিয়ে জঙ্গিরা ? কাশ্মীরের ঘটনায় জোরকদমে তল্লাশি চালাচ্ছে NIA
ABP Ananda LIVE : উরি, বারামুলা, কেরান, কুপওয়াড়ার সীমান্তের উল্টোদিকে একের পর এক জঙ্গি লঞ্চ প্যাড। সার্জিক্যাল স্ট্রাইকের সময় গুঁড়িয়ে দেওয়া ঘাঁটি ফের শক্তিশালী পাকিস্তানের প্রশ্রয়ে। পহেলগাঁওতে জঙ্গি হামলার তদন্তে কাশ্মীর থেকে জম্মুতে NIA আধিকারিকরা। জেলবন্দি ২ জঙ্গি-সহযোগীকে জিজ্ঞাসাবাদ। জঙ্গিদের ঠিকানার খোঁজে তল্লাশি।
Kashmir News: কাশ্মীর হামলার জের, বাতিল ফাওয়াদ, আতিফ, রাহাত ফতেহ আলি খানের ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট
প্রথমে তাঁর ছবির ওপর কোপ, আর এবার তাঁর প্রোফাইলের ওপর। পাকিস্তানি তারকা হানিয়া আমির, মাহিরা খান, আলি জ়াফরদের পরে এবার নিষিদ্ধ হল ফাওয়াদ খান (Fawad Khan) ও আতিফ আসলামের (Atif Aslam)-এর প্রোফাইল। ভারতের সোশ্যাল মিডিয়ায় সার্চ করতে আর খুঁজে পাওয়া যাবে না এই সমস্ত তারকাদের। কাশ্মীরের পহেলগাঁও-তে জঙ্গি হামলার জেরে ভারত কড়া পদক্ষেপ নিয়েছে পাকিস্তানের বিরুদ্ধে। আর সেই জেরেই পাকিস্তানের একাধিক শিল্পীকে ভারত থেকে ব্যান করা হয়েছে। সেই তালিকায় ইতিমধ্যেই চলে গিয়েছিলেন হানিয়া আমির, মাহিরা খান, আলি জ়াফররা। গতকাল পর্যন্ত ও অ্যাক্টিভেট ছিল ফাওয়াদ খান ও আতিফ আসলামদের প্রোফাইল। তবে আজ থেকে আর সোশ্যাল মিডিয়ায় দেখা যাবে না তাঁদের। এই দুই তারকা ছাড়াও, ব্লক করা হয়েছে রাহাত ফতেহ আলি খানের ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট ও। কাশ্মীরের ঘটনার প্রতিবাদ করে সোশ্যাল মিডিয়ায় মুখ খুলেছিলেন ফাওয়াদ খান। প্রতিবাদ করেছিলেন আতিফ আসলাম ও। তবে তাতে কোনও লাভ হয়নি। এবার ভারত সরকারের কোপে পড়তে হয় এই তারকাদেরও। ভারতে ফাওয়াদ খানের মতো তারকার অনুরাগীদের সংখ্যা প্রচুর। বলিউডেও একাধিক কাজ করে ফেলেছেন ফাওয়াদ। সামনেই মুক্তি পাওয়ার কথা তাঁর একটি ছবির। সেটিও বলিউডেরই। অন্যদিতে আতিফ আসলাম সঙ্গীতশিল্পী হিসেবে ইতিমধ্যেই বেশ জনপ্রিয়তা অর্জন করেছেন। তবে এই দুই তারকার সোশ্যাল মিডিয়ায় অ্যাকাউন্টই বাতিল করা হয়েছে ভারত থেকে।


















