Kashmir News: শ্রীনগরে অমিত শাহ, জঙ্গিহানায় নিহতদের শ্রদ্ধা কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর
ABP Ananda Live: প্রধানমন্ত্রীর ফোন পেয়ে শ্রীনগরে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। নিহতদের শ্রদ্ধাজ্ঞাপন করলেন কেন্দ্রীয় সরাষ্ট্রমন্ত্রী। অমিত শাহকে দেখে কান্নায় ভেঙে পড়লেন নিহতদের পরিবার। আতঙ্কিত পর্যটকেদের সঙ্গে কথা বললেন শাহ।
সল্টলেকে SSC ভবনের সামনে ধর্না চালিয়ে যাচ্ছেন চাকরিহারারা শিক্ষক-শিক্ষিকারা
শর্তসাপেক্ষে ২ দিনের মাথায় ঘেরাও মুক্ত হলেন SSC চেয়ারম্যান সিদ্ধার্থ মজুমদার। এখনও সল্টলেকে SSC ভবনের সামনে ধর্না চালিয়ে যাচ্ছেন চাকরিহারারা শিক্ষক-শিক্ষিকারা। আজ হাইকোর্টের ডিভিশন বেঞ্চে OMR শিট সংক্রান্ত মামলার শুনানি রয়েছে। SSC চেয়ারম্যান আদালতে সশরীরে হাজিরা দিতে চান বলে গতকাল আবেদন জানানো হয়েছিল কমিশনের তরফে। OMR শিট সংক্রান্ত মামলায় ইতিবাচক ভূমিকা নিতে হবে SSC চেয়ারম্যানকে। আদালতের নির্দেশ মেনে পদক্ষেপ করতে হবে স্কুল সার্ভিস কমিশনকে, এই শর্তে SSC চেয়ারম্যানকে ঘেরাও মুক্ত করেন আন্দোলনরত চাকরিহারা শিক্ষকরা। তাঁদের দাবি, DI অফিসে যে যোগ্য শিক্ষকদের তালিকা পাঠানো হয়েছে, তার নোটিফিকেশন হলেও পূর্ণাঙ্গ তালিকা হাতে আসেনি।তালিকা হাতে এলে তবে ধর্না নিয়ে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে। অন্যদিকে, অযোগ্যদের ছাঁটাইয়ের দাবিতে আজ মধ্যশিক্ষা পর্ষদে যাবে SSC-র চাকরিহারা শিক্ষকদের প্রতিনিধিদল। মধ্যশিক্ষা পর্ষদ কী ভূমিকা নিচ্ছে, তা জানতে চাওয়া হবে।


















