এক্সপ্লোর
Kedarnath: ভক্তদের জন্য খুলে গেল কেদারনাথ মন্দির, ৮ তারিখ খুলছে বদ্রীনাথও।Bangla News
আজ খুলে গেল কেদারনাথের মন্দির। এর আগে গত ৩ মে খুলেছে গঙ্গোত্রী-যমুনোত্রী। উত্তরাখণ্ড প্রশাসন সূত্রে খবর, আগামী ৮ মে খুলবে বদ্রীনাথের মন্দির। শীতের সময় বন্ধ হয়ে গিয়েছিল কেদারনাথের মন্দির। ৬ মাস পর আজ সকাল ৬টা ২৫ মিনিটে খুলে গেল মন্দির। বৈদিক মন্ত্রোচ্চারণ করা হয়। পঞ্চমুখী শিবলিঙ্গের পুজো হল শৈব মতে। এই উপলক্ষে কয়েক কুইন্টাল ফুল দিয়ে সাজানো হয়েছে মন্দির। গত ৩ মে শুরু হয়েছে কেদারনাথ, বদ্রীনাথ, গঙ্গোত্রী ও যমুনোত্রী, এই চার ধাম যাত্রা।
জেলার
এলাকা জুড়ে ছাইয়ের দাপট, দূষণে 'প্রাণ ওষ্ঠাগত' ডায়মন্ডহারবারের নীলা গ্রামের বাসিন্দাদের একাংশের
আরও দেখুন


















