Covid Regulations: জনসাধারণের জন্য চালু হচ্ছে মেট্রো পরিষেবা
করোনাকালে রাজ্যে ৩০ জুলাই পর্যন্ত বাড়ল বিধিনিষেধ। এবার সাধারণ যাত্রীর জন্য খুলল মেট্রো। সোমবার-শুক্রবার ৫০ শতাংশ যাত্রী নিয়ে চলবে মেট্রো। শনি-রবিবার বন্ধ থাকবে পরিষেবা। তবে আপাতত চালু হচ্ছে না লোকাল ট্রেন। বিয়ে বাড়িতে ৫০ জনের বেশি আমন্ত্রিত নয়। ময়দান মেট্রো ষ্টেশনে চলছে মেট্রো। তবে যারা ইমারজেন্সি সার্ভিসের সঙ্গে যুক্তরা সেই মেট্রোতে যাতায়াত করতে পারছেন। তবে এই রকম যাত্রীর সংখ্যা কম না হওয়ায় ধাপে ধাপে বাড়ানো হয়েছে মেট্রোর সংখ্যাও। রাজ্য সরকারের এই নির্দেশিকার ফলে আগামী পরশু থেকে সাধারণ সকল যাত্রীই মেট্রোতে যাতায়াত করতে পারবেন। টোকেনের বদলে স্মার্ট কার্ডই ব্যবহার করা হবে বলে জানা গেছে। মেট্রোয় নিয়মিত স্বাস্থ্যবিধি মানা হচ্ছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।






















