CSC: কলেজে নিয়োগে মেধা তালিকায় নাম না থাকা সত্ত্বেও টাকরি পেয়ছে অনেকে, দাবি চাকরিপ্রার্থীদের ।Bangla News
স্কুলের পর এবার কলেজ। অ্যাসিস্ট্যান্ট প্রোফেসর নিয়োগে দুর্নীতির অভিযোগ তুলে রাস্তায় নামলেন চাকরিপ্রার্থীরা। এদিন কলেজ স্ট্রিটে বিক্ষোভ দেখান তাঁরা। বিক্ষোভকারীদের অভিযোগ, মেধা তালিকায় নাম নেই এমন প্রার্থীদের কলেজে নিয়োগ করেছে কমিশন। অথচ যোগ্যতা থাকা সত্ত্বেও নিয়োগ থেকে বঞ্চিত হয়েছেন অনেকে। কলেজ সার্ভিস কমিশনের চেয়ারম্যানের পদত্যাগ ও তদন্তের দাবিতে কলেজ স্ট্রিট মোড়ে বিক্ষোভে সামিল ২০১৮-র মেধা তালিকাভুক্ত চাকরিপ্রার্থীরা। কলেজ সার্ভিস কমিশনের চেয়ারম্যান দীপক কর জানিয়েছেন, নিয়োগে দুর্নীতির অভিযোগ ভিত্তিহীন। সবকিছু নিয়ম মেনেই হয়েছে। মেদা তালিকায় নাম না থাকা সত্ত্বেও চাকরি পেয়েছে অনেকে, দাবি বিক্ষোভকারীদের।

ট্রেন্ডিং
সেরা শিরোনাম
