Fake DSP: ভুয়ো DSP পরিচয়ে আর্থিক 'প্রতারণা', ধৃতদের মধ্যে আছে প্রাক্তন পুলিশকর্মীও
ভুয়ো আইএএস (IAS), ভুয়ো সিবিআই (CBI)-এর পর এবার ভুয়ো ডিএসপি (DSP) পরিচয়ে হোমগার্ডে (Home Guard) চাকরি দেওয়ার নামে প্রতারণার অভিযোগ। চাঁদনি চকের একটি হোটেল থেকে কলকাতা পুলিশের গুন্ডাদমন শাখার হাতে গ্রেফতার চারজন। ধৃতদের মধ্যে একজন কলকাতা পুলিশের প্রাক্তন কর্মী। পুলিশ সূত্রে খবর, কলকাতা পুলিশের গুণ্ডাদমন শাখার কনস্টেবল পদে কর্মরত ছিলেন রবি মূর্মূ। পশ্চিম মেদিনীপুরের (West Midnapore) শালবনির বাসিন্দা সমরেশ মাহাতোর অভিযোগ পেয়ে তদন্তে নামে পুলিশ। অভিযোগ, নাম ভাঁড়িয়ে ডিএসপি পরিচয় দিয়ে রাজ্য পুলিশের হোম গার্ডে চাকরি দেওয়ার প্রতিশ্রুতি দেয় অভিযুক্তরা। হাতিয়ে নেওয়া হয় ৩৫ লক্ষ টাকা। আস্থা অর্জনের জন্য জাল নিয়োগপত্র এবং খাকি টুপি ও বেল্ট দেওয়া হয় বলেও অভিযোগ।
![Madhyamik 2025: ২টি প্রশ্নেরই অঙ্ক শুরু করলেই নম্বর' ! মাধ্যমিকের অঙ্কের প্রশ্ন নিয়ে বিতর্ক](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2025/02/17/276618d165184e40883122f6b15d571b1739804843495535_original.jpg?impolicy=abp_cdn&imwidth=470)
ট্রেন্ডিং
সেরা শিরোনাম
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)