Gariahat Murder Case: কেমন ছিলেন সুবীর চাকী? সাফল্য পেয়েছিলেন কোন কোন ক্ষেত্রে? জানুন | Bangla News
মহালয়ায় স্তোত্র পাঠ। পুজোর সময় আর্বানায় গিয়ে চণ্ডীপাঠ। গাড়ি চালককে দোকানে নিয়ে গিয়ে একসঙ্গে মিষ্টি খাওয়া। বেরোনোর সময় মিষ্টির দোকানের কর্মীকে মিষ্টির দোকানের কর্মীকে বিজয়ার শুভেচ্ছা জানানো, আপাদমস্তক ভদ্র, পরিশীলিত মিশুকে একটা মানুষ। আপদে-বিপদে মানুষের পাশে। উৎসব উৎযাপনে সবার সঙ্গে হাসিমুখে। এত বড় একজন কর্পোরেট কর্তা কিন্তু বুঝে ওঠা দায়। সবার কাছে চাকী দা। মেধাবী, বিশাল চাকুরে, উচ্চবিত্ত, আর্বানা ইউনি ওয়ার্ল্ডের মতো অভিজাত আবাসনে একাধিক ফ্ল্যাট, দামি গাড়ির সংখ্যা। গজদন্ত মিনারের বাসিন্দা। কিন্তু আদপে মাটির মানুষ। এই ছিলেন সুবীর চাকী। সেই পড়ুয়া বয়স থেকে সাফল্য তাঁর সদাসঙ্গী। জয়েন্ট এন্ট্রাসে প্রথম সারিতে। খড়গপুর আইআইটি (IIT) থেকে মেকানিক্যাল ইঞ্জিনিয়র। ICAI পরীক্ষায় ১৯ নম্বর স্থান। আইআইএম (IIM) কলকাতা থেকে পিজি সার্টিফিকেটে জেনারেল ম্যানেজমেন্ট। অর্থাৎ যা ছুঁয়েছেন তাতেই সোনা। এরপর কর্মজীবনেও রকেট গতিতে উত্থান।
![Madhyamik 2025: ২টি প্রশ্নেরই অঙ্ক শুরু করলেই নম্বর' ! মাধ্যমিকের অঙ্কের প্রশ্ন নিয়ে বিতর্ক](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2025/02/17/276618d165184e40883122f6b15d571b1739804843495535_original.jpg?impolicy=abp_cdn&imwidth=470)
ট্রেন্ডিং
সেরা শিরোনাম
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)