SSC: '২৫টি সুপারিশ ভুয়ো', আগামীকাল ফের এসএসসি-র নিয়োগে দুর্নীতির মামলার শুনানি | Bangla News
নিয়োগে দুর্নীতির মামলায় হাইকোর্টে (Calcutta High Court) তীব্র ভর্ত্সিত এসএসসি (SSC)। ‘আপনাদের উপর ভরসা নেই, রোজই কিছু না কিছু অনিয়ম সামনে আসছে। এই মামলায় সিবিআই-আইবিকে তদন্ত করতে বলব। সিআইএসএফ-কে বলব কমিশনের দখল নিতে', পুরো কমিশন বরখাস্ত করে দেব, এসএসসিকে তীব্র ভর্ত্সনা আদালতের। ভর্ত্সনার মুখে অবসরপ্রাপ্ত বিচারপতিকে দিয়ে তদন্তের আর্জি রাজ্যের। হাইকোর্টে ভর্ত্সনার পরে এসএসসিতে দুর্নীতি মামলায় নতুন মোড়। ‘২৫টি নিয়োগের সুপারিশ সংক্রান্ত চিঠি স্কুল সার্ভিস কমিশন দেয়নি', ২৫টি সুপারিশ ভুয়ো, জানাল সেন্ট্রাল স্কুল সার্ভিস কমিশন। ২০১৯-এর ৪ মে-র পর আর কাউকে নিয়োগের সুপারিশ করেনি কমিশন, এই মর্মে কাল হলফনামা পেশের নির্দেশ বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের। যে ২৫ জনের নিয়োগ ঘিরে বিতর্ক, তাদেরও মামলায় যুক্ত করার নির্দেশ। ‘অবিলম্বে এই ২৫ জনের বেতন বন্ধ করা হোক। সুপারিশের মেমো নম্বরেও অসঙ্গতি আছে। অক্টোবরের মেমো নম্বর ১০ আর সেপ্টেম্বরে মেমো নম্বর ১৫’ এটা কীভাবে সম্ভব, প্রশ্ন বিচারপতির। কাল ফের মামলার শুনানি।