Amit Shah: গণপিটুনির মতো অপরাধে মৃত্যুদণ্ডেরও সংস্থান রয়েছে নতুন আইনে : অমিত শাহ
Amit Shah On New Law On Lynching Case: দেশজুড়ে আজ থেকে চালু হল ভারতীয় ন্যায় সংহিতা-সহ ৩ নতুন আইন। আইপিসি-র পরিবর্তে কার্যকর হল ভারতীয় ন্যায় সংহিতা। সিআরপিসি-র পরিবর্তে কার্যকর হল ভারতীয় নাগরিক সুরক্ষা সংহিতা। ভারতীয় সাক্ষ্য আইনের বদলে কার্যকর ভারতীয় সাক্ষ্য অধিনিয়ম। এদিন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বলেন, 'দেশজুড়ে গণপিটুনি নিয়ে আগে কোনও আইন ছিল না। গণপিটুনির মতো অপরাধে ৭ বছর কারাদণ্ড যাবজ্জীবন, এমনকী মৃত্যুদণ্ডের সংস্থান রয়েছে নতুন আইনে।'
এদিন অমিত শাহ বলেন, 'রাজ্যসভায় ৬ ঘণ্টারও বেশি সময় ধরে, এই ইস্যুতে আলোচনা হয়েছিল। লোকসভায় এই নিয়ে ৯ ঘণ্টারও বেশি সময় ধরে আলোচনা হয়েছে। এই নিয়ে বিরোধীরা মিথ্যে কথা প্রচার করছে। সমস্ত বিচারকদের কাছেও পরামর্শ চাওয়া হয়েছিল। ৯৩ টি জায়গায় সংশোধনের পর নতুন আইন চালু হয়েছে। বিট্রিশদের তৈরি আইন বিলুপ্ত করে, তার বদলে ভারতীয় সংসদ এনেছে নতুন ৩ ফৌজদারি আইন। আজ থেকেই নতুন তিনটে আইন চালু হয়েছে। এখন দণ্ডের জায়গা নেবে ন্যায়। নতুন আইনের পিছনে রয়েছে নতুন দৃষ্টি ভঙ্গি। প্রথমবার গণপিটুনি নিয়ে কড়া আইন এনেছে সরকার। এই আইন প্রণয়নের আগে সবার কাছে পরামর্শ চাওয়া হয়েছিল। ' ABP Ananda LIVE