Mamata Banerjee: কেন্দ্র সরকার এক পয়সাও দেয়নি, আমরাই করব মাস্টার প্ল্যান প্রজেক্ট: মমতা
ABP Ananda LIVE: জলে ভাসছে ঘাটাল, বিধানসভায় উঠল মাস্টার প্ল্যান প্রসঙ্গ। 'আমরা ঘাটাল মাস্টার প্ল্যান করেছি, একটু সময় লাগবে এতবড় প্রজেক্ট করতে। কেন্দ্র সরকার এক পয়সাও দেয়নি, আমরাই করব মাস্টার প্ল্যান প্রজেক্ট। আমরা নিজেরাই এই প্রজেক্ট করছি। এই প্রজেক্ট করতে গিয়ে জমি নিয়ে যদি কোনও সমস্যা হয় তাহলে প্রজেক্ট একটু ঘুরিয়ে দিতে অনুরোধ করব। যাতে সাধারন মানুষের কোনও অসুবিধা না হয়', বিধানসভায় বললেন মুখ্যমন্ত্রী।
বীরভূমে ফের তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব প্রকাশ্যে
ফের বীরভূমে তৃণমূলের গোষ্ঠী কোন্দল। অনুব্রত মণ্ডলের অনুগামীদের বাড়িতে হামলার অভিযোগ । তৃণমূলের ওপর গোষ্ঠীর বিরুদ্ধে হামলা চালানোর অভিযোগ। আক্রান্ত অনুব্রত অনুগামী আমিনপুরের তৃণমূল কর্মী স্বপন আস্থা ও সুকেশ মাল। দু'জনের বাড়িতেই হামলা চালানোর অভিযোগ তৃণমূলের অপর গোষ্ঠীর বিরুদ্ধে। পুলিশের বিরুদ্ধে নিষ্ক্রিয়তার অভিযোগ আক্রান্ত তৃণমূল কর্মীদের। 'নেশাগ্রস্ত অবস্থায় দু'পক্ষের অশান্তি' ।এর সঙ্গে রাজনীতির কোনও যোগ নেই, দাবি জেলা পরিষদের সভাধিপতি কাজল শেখের।

















