(Source: ECI/ABP News/ABP Majha)
Morning Headline:জুলাই-অগাস্টে কবে উচ্চমাধ্যমিক-মাধ্যমিক, আজ দিন ঘোষণা , সঙ্গে আরও খবর
বিদায়ী মুখ্যসচিবকে (Alapan Bandyopadhyay) নিয়ে অব্যাগত কেন্দ্র-রাজ্য সংঘাত। কলাইকুণ্ডায় মোদির বৈঠক। কলাইকুণ্ডায় মোদির বৈঠক এড়ানোয় আলাপনকে শোকজ। বিপর্যয় মোকাবিলা আইনে কেন ব্য়বস্থা নয়? তিনদিনের মধ্যে লিখিত জবাব তলব। বেআইনি নোটিস, পাল্টা তৃণমূল (TMC)।
জাতীয় বিপর্যয় মোকাবিলা আইন লঙ্ঘনের জন্য আলাপনকে নোটিস দিয়েছে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক। জবাব পেলে সিদ্ধান্ত। প্রয়োজনে অবসরকালীন সুযোগ সুবিধায় বিধি-নিষেধ। খবর সূত্রের।
শুভেন্দু থাকলে মোদির বৈঠক বয়কট করতে পারেন। ফোন করে আগেই ইঙ্গিত দিয়েছিলেন মুখ্যমন্ত্রী। ২৮ মে যুক্তরাষ্ট্রীয় কাঠামোর ইতিহাতে কালো দিন বলে ট্যুইট রাজ্যপালের। অভব্য কথা বলছেন ধনকড়, পাল্টা সৌগত।
করোনা (Corona) আবহে পরীক্ষাতেও কেন্দ্র-রাজ্য ভিন্ন সুর। আইএসসি ও সিবিএসই দ্বাদশের পরীক্ষা বাতিল। মোদির পৌরহিত্যে বৈঠকে সিদ্ধান্ত। জুলাই-অগাস্টে কবে উচ্চমাধ্যমিক-মাধ্যমিক, আজ দিন ঘোষণা।
রাজ্যে মিউকরমাইসিসে মৃত্যু জগদ্দলের প্রৌঢ়ার। করোনায় রাজ্যে কমল দৈনিক সংক্রমণ-মৃত্যু। ৫৪ দিন পর দেশে করোনা সংক্রমণ দেড় লক্ষের কম। মৃত্যু ৩ হাজারের নিচে।