নজরে ৯ চটজলদি: কৃষক আন্দোলন প্রত্যাহার, 'সত্যের জয়', প্রতিক্রিয়া রাহুলের | Bangla News
কৃষি আইন প্রত্য়াহারের পর কৃষকদের দাবিও মেনে নিল কেন্দ্র। লিখিত প্রতিশ্রুতি পাওয়ার পর ৩৭৮ দিন পর আন্দোলন প্রত্যাহারের সিদ্ধান্ত কৃষকদের।
দিল্লি সংলগ্ন সিঙ্ঘু সীমান্তে আন্দোলন প্রত্যাহার। শনিবার থেক ঘরে ফেরার পালা। 'সত্য়ের জয়', প্রতিক্রিয়া রাহুলের (Rahul Gandhi)। 'ভোট বড় বালাই', কটাক্ষ তৃণমূলের (TMC)।
"বিএসএফ বিএসএফের কাজ করবে। পুলিশ পুলিশের কাজ করবে। মানুষের উপর অত্যাচার বরদাস্ত করা হবে না।" কৃষ্ণনগরের প্রশাসনিক বৈঠক থেকে পুলিশকে নির্দেশ মুখ্যমন্ত্রীর (Mamata Banerjee)। তিনি বলেন, "আইসিদের বলব একটু করে মোবিলিটি বাড়ানোর। নাকা চেকিং বাড়ানো। বাংলাদেশ বর্ডারের দিকে নজর রাখা। বিএসএফ যাতে আপনাদের পারমিশন ছাড়া কোনও কিছুতে জড়িয়ে না পড়ে সেটাও দেখতে হবে।" বিএসএফ (BSF) নিয়ে মুখ্যমন্ত্রীর (CM Mamata Banerjee) মন্তব্যে গভীর উদ্বেগপ্রকাশ রাজ্যপালের। উদ্বেগ প্রকাশ করে মুখ্যমন্ত্রীকে চিঠি রাজ্যপালের।