এক্সপ্লোর
Nasa: জেমস ওয়েব টেলিস্কোপের নয়া চমক! এবার জানা যাবে তারাদের বিবর্তন-রহস্য?
জেমস ওয়েব টেলিস্কোপে নতুন চমক। নির্মীয়মাণ নক্ষত্রপুঞ্জের ছবির পর ফের চমকদূরবীক্ষণে ধরা পড়া ভিনগ্রহের আবহমণ্ডলে দেখা গেল জলীয় বাষ্প! ধরা পড়েছে ডব্লিউএএসপি-৯৬ নামের এক্সোপ্ল্যানেটে। ১১০ আলোকবর্ষ দূরের ভিনগ্রহ তার নিজের তারাকে প্রদক্ষিণ করছে সাড়ে তিনদিনে।এক্সোপ্ল্যানেটের থেকে তারার দূরত্ব মোটে ৬০ লক্ষ কিলোমিটার। আশপাশের অন্য কোনও ভিনগ্রহে মিলবে কি বাসযোগ্য আবহাওয়া?জেমস ওয়েব টেলিস্কোপে উঠেছে ইন্টারস্টেলার ক্লাউডের আরও নিখুঁত ছবি।ব্রহ্মাণ্ড ছাড়াও এবার জানা যাবে কি তারাদের বিবর্তন-রহস্য?
জেলার
ব্যারাকপুর ক্যান্টনমেন্টে বসানো হল স্বামী বিবেকানন্দের মূর্তি। উদ্যোক্তা ব্যারাকপুর রামকৃষ্ণ বিবেকানন্দ মিশন।
আরও দেখুন


















